সংবাদপত্রে ঈদের ছুটি মাত্র তিন দিন ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। তবে নোয়াবের ঘোষণার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স ও বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স ও বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের যৌথ উদ্যোগে এক জরুরি সভা বাসস এমপ্লয়ীজ ইউনিয়নের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সভাপতি মো. আলমগীর হোসেন খান। সভায় প্রধান বক্তা বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদার এবং দুই ফেডারেশনের নেতৃবৃন্দ আলোচনা করেন। সভায় ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন নির্ধারিত হয়েছে। তবে দুঃখজনকভাবে সংবাদপত্র শিল্পের জন্য ছুটি মাত্র তিন দিন নির্ধারিত করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। যা সাংবাদিক ও শ্রমিক-কর্মচারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং তাদের অধিকার লঙ্ঘনের শামিল। প্রেস শ্রমিক-কর্মচারী ও সাংবাদিকরা সমাজের চোখ ও কণ্ঠস্বর হিসেবে কাজ করেন। তারা দিনরাত পরিশ্রম করে জনগণকে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করেন। অন্যসব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান যখন ঈদের পূর্ণাঙ্গ ছুটি পাচ্ছে, তখন সংবাদকর্মীদের তিন দিনের মধ্যে কাজে ফিরতে বাধ্য করা অন্যায়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, সংবাদপত্র শিল্পের কর্মীদের ঈদের ছুটি পাঁচ দিনে উন্নীত করা হোক। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগ করে নেয়ার অধিকার সকল কর্মীর সমানভাবে পাওয়া উচিত। আমরা আশা করি, নোয়াব এই বৈষম্যমূলক নীতির পুনর্বিবেচনা করবে এবং সাংবাদিক ও শ্রমিক-কর্মচারীদের ন্যায্য ছুটি নিশ্চিত করবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ছুটি নিয়ে নোয়াবের ঘোষণার প্রতিবাদ দুই সংগঠনের
- আপলোড সময় : ২১-০৩-২০২৫ ১২:৩৫:১৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-০৩-২০২৫ ১২:৩৫:১৫ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ