ঢাকা , মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে দিশাহারা হাজারো পরিবার শুল্ক চাপে ব্যবসা-বাণিজ্য হঠাৎ অস্থির শিক্ষাঙ্গন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারেক রহমান ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ-মির্জা ফখরুল পুরুষশূন্য জোবরা গ্রাম, চবি ক্যাম্পাসে উৎকণ্ঠা অর্ধশত শিক্ষার্থীর মাথায় অস্ত্রের কোপ অনেকের থেঁতলে গেছে হাত-পা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই -আসিফ নজরুল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা নীতিমালা সংশোধন ভোট কক্ষের সংখ্যা কমছে নির্বাচনে তিন বাহিনীকে কাজে লাগানো হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কৌশল নতুন চ্যালেঞ্জে নির্বাচন কমিশন ২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’
চাকরি স্থায়ীকরণের দাবি

কর্মবিরতির ঘোষণা রেলওয়ের গেটকিপার গেটম্যানদের

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০২:৩৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০২:৩৫:২৮ অপরাহ্ন
কর্মবিরতির ঘোষণা রেলওয়ের গেটকিপার গেটম্যানদের
বাংলাদেশ রেলওয়েতে কর্মরত গেটকিপার ও গেটম্যানরা চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। তাদের দাবি না মানা হলে আগামী ২৪ মার্চ থেকে একযোগে রেলপথ অবরোধ এবং অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন তারা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর রেলভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেন আন্দোলনরত কর্মচারীরা। সেখান থেকে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। বিক্ষোভকারীরা জানান, এর আগেও তারা চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করেছেন। গত বছরের ১৮ আগস্ট রেলভবনে অনুষ্ঠিত এক বৈঠকে রেলসচিব, রেলওয়ের মহাপরিচালক, পাবলিক সার্ভিস কমিশনের প্রতিনিধি ও সেনাবাহিনীসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে রেলওয়ের মহাপরিচালক গেটকিপার ও গেটম্যানদের চাকরি স্থায়ীকরণের দাবি যুক্তিসংগত বলে স্বীকার করেন এবং দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু দীর্ঘ আট বছর চাকরির অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এখনও তাদের চাকরি স্থায়ীকরণের কোনও সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। আন্দোলনকারীদের দাবি, পাবলিক সার্ভিস কমিশনের অনুমতি থাকায় তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে কোনও আইনি জটিলতা নেই। তারা বলেন, ১৬০ বছরেরও বেশি সময় ধরে রেলের প্রচলিত বিধি অনুযায়ী, কোনও কর্মচারী তিন বছর নিরবচ্ছিন্ন চাকরি করলে তার চাকরি স্থায়ীকরণ করা সম্ভব। অথচ আমাদের দীর্ঘ আট বছর অপেক্ষায় রাখা হয়েছে। আসন্ন ঈদযাত্রার সময় ২৪ মার্চ থেকে কর্মবিরতির ঘোষণা দিয়ে আন্দোলনকারীরা জানান, এ সমস্যার সমাধান না হলে রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স