
ট্রেন ছাড়ছে বিলম্বে
কমলাপুর স্টেশনে কন্টেইনার ট্রেন লাইনচ্যুত
- আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০২:২১:১১ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০২:২১:১১ অপরাহ্ন


দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে প্রবেশের সময় একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে আপ ও ডাউন দুই লাইনে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বর্তমানে আপ লাইনে ট্রেন চালানোর ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে একটি কন্টেইনারবাহী ট্রেন স্টেশনে ঢোকার সময় ডাউন লাইনে পেছন থেকে ২টি ক্যারেজ পড়ে যায়। এ ঘটনার পর স্টেশনের সব ট্রেনের মুভমেন্ট বন্ধ রাখা হয়। এখন কিছুক্ষণের মধ্যে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।
ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, দুপুর ১টা ১০ মিনিটে আপ লাইন ক্লিয়ার হয়েছিল। পরে দুপুর ২টায় ডাউন লাইন ফিট হয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক। তবে কিছুক্ষণ চলাচল বন্ধ থাকায় ট্রেন বিলম্বে ছাড়ছে। বিলম্বে ট্রেন ছাড়ায় ভোগান্তিতে পড়েছেন কমলাপুরের যাত্রীরা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ