
২৯ মার্চের টিকিট কিনতে আধা ঘণ্টায় দেড় কোটি হিট
- আপলোড সময় : ২০-০৩-২০২৫ ১১:১৪:২৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৩-২০২৫ ১১:১৪:২৬ পূর্বাহ্ন


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ষষ্ঠ দিনে প্রথম ৩০ মিনিটে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে ১ কোটি ২৩ লাখ বার হিট করেছেন টিকিটপ্রত্যাশীরা। গতকাল বুধবার রেলওয়ের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল বুধবার বিক্রি হচ্ছে আগামী ২৯ মার্চের টিকিট। সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। প্রথম ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর ১৪ হাজার ৪০৫টি টিকিট বিক্রি হয়েছে, আর সারা দেশে বিক্রি হয়েছে মোট ১৮ হাজার ৫৪৬টি টিকিট। সারা দেশে প্রথম ৩০ মিনিটে মোট ৩২ হাজার ৯৫১টি টিকিট বিক্রি হয়। জানা গেছে, ২৯ মার্চের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন ৩৩ হাজার ১৯৯টি, আর সারা দেশের সব ট্রেনের মোট আসন এক লাখ ৭৫ হাজার ৬৩০টি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ