ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

জরিমানা গুনলেন খুশদিল শাহ

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৭:৫৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৭:৫৩:৪৮ অপরাহ্ন
জরিমানা গুনলেন খুশদিল শাহ
পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহকে আইসিসি কোড অফ কন্ডাক্টের লেভেল ২ ভঙ্গের জন্য ৫০% ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। তাকে আইসিসির ২.১২ অনুচ্ছেদ ভঙ্গের জন্য দায়ী করা হয়েছে, যা খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি অথবা অন্য কোনো ব্যক্তির (যেমন দর্শক) সঙ্গে সম্পর্কিত। ঘটনাটি পাকিস্তানের ইনিংসের ৮ম ওভারে ঘটে, যখন খুশদিল বোলার জাকারি ফোলকসের পেছনে অপ্রত্যাশিতভাবে ধাক্কা দেন। এই আচরণটি ‘অপ্রত্যাশিত শারীরিক যোগাযোগের উচ্চ মাত্রা’ হিসেবে শ্রেণীবদ্ধ হয় এবং এটি ‘ অবহেলিত এবং এড়ানো সম্ভব’ বলে বিবেচিত হয়। খুশদিল এই শাস্তি মেনে নেন, ফলে কোনও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। জরিমানা ছাড়াও, তার শাস্তির অংশ হিসেবে তার শৃঙ্খলা রেকর্ডে তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। এটি তার ২৪ মাসের মধ্যে প্রথম অপরাধ। যদি চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট জমা হয় তাহলে খেলোয়াড়কে এক টেস্ট, দুই ওডিআই অথবা দুই টি-টোয়েন্টিতে নিষিদ্ধ করার কারণ হতে পারে। গত রোববার পাকিস্তানের জন্য একটি ভুলে যাওয়া দিন ছিলো। কারণ তারা সালমান আলী আঘার পূর্ণকালীন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায়। নিউজিল্যান্ডের পেস আক্রমণে জ্যাকব ডাফি (৪/১৪) এবং কাইল জামিসন (৩/৮)-এর তাণ্ডবে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধ্বস নামে, পাকিস্তানের ইনিংসকে দ্রুত শেষ করে। খুশদিল ৩২ রান করেন, আর আঘা (১৮) ও জাহানদাদ খান (১৭)। শুধু মাত্র এই ব্যাটাররাই দুই অঙ্কের ঘরে পৌঁছান। জবাবে নিউজিল্যান্ড সহজেই জয়লাভ করে। টিম সাইফার্ট ২৯ বল থেকে ৪৪ রান করে দারুণ শুরু করেন। আব্রার আহমেদ সাইফার্টকে পাওয়ারপ্লের শেষে আউট করলেও লাভ হয়নি। ফিন অ্যালেন (২৯*) এবং টিম রবিনসন (১৮*) রান করে ৯ উইকেট এবং ৫৯ বল হাতে রেখে নিউজিল্যান্ডকে সহজেই জয়ের পথে নিয়ে যান। এই জয়ের ফলে তারা পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স