ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ প্রসঙ্গ

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০২:০৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০২:০৭:৩১ অপরাহ্ন
মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ প্রসঙ্গ
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ, ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। তবে ওই প্রশ্নের কোনও সরাসরি জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস। তাকে প্রশ্ন করা হয়- নির্বাচনের আগে একজন প্রার্থী হিসেবে নির্বাচনের কয়েক দিন আগে, বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এখন যেহেতু পররাষ্ট্রমন্ত্রী প্রায় ৬০ দিন ধরে দায়িত্বে আছেন, তিনি বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি সম্পর্কে কী মূল্যায়ন করেছেন এবং এ বিষয়ে তিনি কী পদক্ষেপ নিচ্ছেন? জবাবে ব্রুস বলেন, আপনি কি প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে এমন প্রসঙ্গে কথা বলছেন, তিনি এবং তার প্রশাসন অন্য একটি দেশে ঘটে যাওয়া ঘটনার প্রকৃতি এবং সেটিকে কীভাবে দেখছে বা মূল্যায়ন করছে, তা জানতে চাইছেন? তখন প্রশ্নকারী বলেন তিনি বাংলাদেশ সম্পর্কে জানতে চাইছেন। তখন ব্রুস বলেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও অবশ্যই এই বিষয়ে গৃহীত সিদ্ধান্তগুলোর সঙ্গে তার দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা বজায় রাখছেন। তবে যখন আলোচনা, কূটনৈতিক বিষয়াবলি এবং সংশ্লিষ্ট কথোপকথনের ব্যাপার আসে এবং সেখানে কী ঘটতে পারে, তা নিয়ে আমি এখান থেকে কোনো অনুমান করতে চাই না। আপনিও চাইবেন না আমি তা করি। প্রশ্নকারী পুনরায় তার প্রশ্নটি উত্থাপন করতে চাইলে ব্রুস বলেন, আমি আসলে বলতে চাচ্ছি— আমি এখানে এমন কোনো বিষয়ে মন্তব্য করব না যা দুই সরকারের মধ্যে কূটনৈতিক আলোচনার অংশ, বা কোনো নির্দিষ্ট দেশে যা ঘটছে তা নিয়ে কোনো মনোভাব কিংবা অবস্থানের ব্যাপার। এসব বিষয় স্পষ্টতই কূটনৈতিক পরিসরের অন্তর্ভুক্ত, এবং এ নিয়ে আমি প্রকাশ্যে কিছু বলব না বা ভবিষ্যতে কী হতে পারে তা নিয়ে কোনো ধরনের অনুমানও করতে চাই না। এর আগে নয়াদিল্লি সফররত যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা (এনআই) প্রধান তুলসী গ্যাবার্ড ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি দুর্ভাগ্যজনক নির্যাতন, হত্যা ও নিপীড়ন যুক্তরাষ্ট্র সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ