বলিউডের বাদশাহ শাহরুখ খানকে শেষ দেখা গিয়েছ ডাঙ্কি ছবিতে। আবার একটা লম্বা বিরতি নিয়েছেন তিনি। আপাতত তার সিনেমা বলতে মেয়ে সুহানা খানের সঙ্গে জুটি বেঁধেছেন ‘কিং’ ছবিতে। যেখানে অভিনয় করবেন অভিষেক বচ্চনেরও। এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এবার খলনায়কের চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা হচ্ছে যে তিনি নাকি কাজ করতে প্রস্তুত পুষ্পা টুর পরিচালকের সঙ্গে। যদি দুইয়ে দুইয়ে চার হয় তাহলে শাহরুখ এই সিনেমাতে একজন অ্যান্টি-হিরোর ভূমিকায় থাকবেন। প্রতিবেদনে বলা হয়, ‘এই গল্পে জাতপাত এবং শ্রেণি নিপীড়নের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলো তুলে ধরা হবে, যা বাণিজ্যিক ধারার সঙ্গে এটা গভীরতা এবং প্রাসঙ্গিকতা যোগ করবে। কিং খান একজন অ্যান্টি-হিরো চরিত্রে অভিনয় করবেন, তবে এটি একটি গ্রাম্য রাজনৈতিক অ্যাকশন ড্রামা হবে, যেখানে তাকে একদম দেশি অবতারে দেখানোর কথা ভাবা হচ্ছে।’ বলে রাখা ভালো, কিং খান তার সিনেমার ক্যারিয়ারের শুরুতেই কিন্তু ডর, বাজিগরের মতো সিনেমায় অ্যান্টি-হিরো হিসেবে দর্শকদের মাঝে ধরা দিয়েছেন। পাঠান ও জাওয়ানে তার অ্যাকশনও একইভাবে উঠে এসেছিল আলোচনায়। তাই পুষ্পা ২-র পরিচালক সুকুমারের সঙ্গে জুটি বাঁধলে, তা মোটেও মন্দ হবে না।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

এবার ভিলেন রূপে দেখা যাবে শাহরুখকে
- আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৯:৩৯:২০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৯:৩৯:২০ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ