বলিউডে করণ জোহর এবং কার্তিক আরিয়ানের ইগোর লড়াই নতুন নয়। ‘দোস্তানা ২’ ছবির কাস্টিং থেকে বাদ পড়ার জন্যই করণের সঙ্গে কার্তিকের ঝামেলার সূত্রপাত। তবে মান-অভিমানের সুর নরম হলেও সম্প্রতি আইফার মঞ্চে প্রকাশ্যেই ‘ভুল ভুলাইয়া’ অভিনেতাকে খোঁচা দিতে পিছপা হননি বলিউড প্রযোজক। র?্যাপের মাধ্যমেই কার্তিককে খোঁচা দেন করণ। করণের খোঁচার পালটা কার্তিকও জবাব দিতে ছাড়েননি। প্রযোজককে মনে করিয়ে দিয়েছেন, তার অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’ যখন হিট তখন করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ বক্স অফিসে ব্যর্থ হয়েছে। আর করণের এমন খোঁচার পরই আইফা অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন কার্তিক। যদিও এই ‘বাক-বিতণ্ডা’ অনুষ্ঠানের চিত্রনাট্য অনুয়ায়ী রসিকতা করেই করতে হয়েছে অভিনেতা-প্রযোজককে, তবে আইফা অনুষ্ঠানের সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল। প্রসঙ্গত,লব রঞ্জন পরিচালিত পেয়ার কা পাঞ্চনামা নামে একটি বন্ধুত্ব-বিষয়ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন কার্তিক। সেই সময় তিনি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। এই ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন দিব্যেন্দু শর্মা, রায়ো এস বাখিরতা ও নুসরত ভরুচা। ছবির গল্পটির বিষয়বস্তু তিন যুবকের প্রণয়ঘটিত কষ্ট।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

করণের কটাক্ষের জবাবে দিলেন কার্তিক
- আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৯:৩৮:৫৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৯:৩৮:৫৪ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ