ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

মারা গেছেন অভিনেত্রী এমিলি দ্যকেন

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৮:৩৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৮:৩৩:১৪ অপরাহ্ন
মারা গেছেন অভিনেত্রী এমিলি দ্যকেন
কয়েক বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে পরাজিত হলেন বেলজিয়ানের জনপ্রিয় অভিনেত্রী এমিলি দ্যকেন। গত রোববার ফ্রান্সের প্যারিসের বাইরে অবস্থিত একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪৩ বছর। অভিনেত্রীর পরিবারের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ডেইলি মেইল। ২০২৩ সালের অক্টোবরে অভিনেত্রী এমিলি জানান, তিনি অ্যাড্রেনোকোর্টিক্যাল কার্সিনোমা ও অ্যাড্রিনাল গ্রন্থির ক্যানসারে ভুগছেন। ২০২৪ সালের এপ্রিলের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠার খবর জানিয়েছিলেন। স্বাভাবিক জীবনে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা জানিয়ে এমিলি বলেছিলেন, “আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। কারণ ১৩ দিন পর আজ হাসপাতাল ছেড়ে যাচ্ছি। কী কঠিন লড়াই।” গত বছরের শেষের দিকে পুনরায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন এমিলি। গত ১ ডিসেম্বর ফরাসি টেলিভিশনে এমিলি বলেছিলেন, “আমি জানি, পরিকল্পনা অনুযায়ী বেশি দিন বাঁচব না।” অবশেষে সত্যি সত্যি পরপারে পাড়ি জমালেন এই অভিনেত্রী। ১৯৮১ সালের ২৯ আগস্ট বেলজিয়ামে জন্মগ্রহণ করেন অভিনেত্রী এমিলি। ১৯৯৯ সালে ফরাসি ভাষার ‘রোজেত্তা’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। এ সিনেমায় অভিনয় করে কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে ৪৪টি সিনেমায় অভিনয় করেছেন এমিলি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলোÑ ‘রোজেত্তা’, ‘ব্রাদারহুড অব দ্য উলফ’, ‘ইয়েস, বাটৃ’, ‘দ্য লাইট’, ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ প্রভৃতি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ