কয়েক বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে পরাজিত হলেন বেলজিয়ানের জনপ্রিয় অভিনেত্রী এমিলি দ্যকেন। গত রোববার ফ্রান্সের প্যারিসের বাইরে অবস্থিত একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪৩ বছর। অভিনেত্রীর পরিবারের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ডেইলি মেইল। ২০২৩ সালের অক্টোবরে অভিনেত্রী এমিলি জানান, তিনি অ্যাড্রেনোকোর্টিক্যাল কার্সিনোমা ও অ্যাড্রিনাল গ্রন্থির ক্যানসারে ভুগছেন। ২০২৪ সালের এপ্রিলের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠার খবর জানিয়েছিলেন। স্বাভাবিক জীবনে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা জানিয়ে এমিলি বলেছিলেন, “আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। কারণ ১৩ দিন পর আজ হাসপাতাল ছেড়ে যাচ্ছি। কী কঠিন লড়াই।” গত বছরের শেষের দিকে পুনরায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন এমিলি। গত ১ ডিসেম্বর ফরাসি টেলিভিশনে এমিলি বলেছিলেন, “আমি জানি, পরিকল্পনা অনুযায়ী বেশি দিন বাঁচব না।” অবশেষে সত্যি সত্যি পরপারে পাড়ি জমালেন এই অভিনেত্রী। ১৯৮১ সালের ২৯ আগস্ট বেলজিয়ামে জন্মগ্রহণ করেন অভিনেত্রী এমিলি। ১৯৯৯ সালে ফরাসি ভাষার ‘রোজেত্তা’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। এ সিনেমায় অভিনয় করে কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে ৪৪টি সিনেমায় অভিনয় করেছেন এমিলি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলোÑ ‘রোজেত্তা’, ‘ব্রাদারহুড অব দ্য উলফ’, ‘ইয়েস, বাটৃ’, ‘দ্য লাইট’, ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ প্রভৃতি।

মারা গেছেন অভিনেত্রী এমিলি দ্যকেন
- আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৮:৩৩:১৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৮:৩৩:১৪ অপরাহ্ন


নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ