ঢাকা , মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে দিশাহারা হাজারো পরিবার শুল্ক চাপে ব্যবসা-বাণিজ্য হঠাৎ অস্থির শিক্ষাঙ্গন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারেক রহমান ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ-মির্জা ফখরুল পুরুষশূন্য জোবরা গ্রাম, চবি ক্যাম্পাসে উৎকণ্ঠা অর্ধশত শিক্ষার্থীর মাথায় অস্ত্রের কোপ অনেকের থেঁতলে গেছে হাত-পা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই -আসিফ নজরুল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা নীতিমালা সংশোধন ভোট কক্ষের সংখ্যা কমছে নির্বাচনে তিন বাহিনীকে কাজে লাগানো হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কৌশল নতুন চ্যালেঞ্জে নির্বাচন কমিশন ২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’

বক্স অফিসে নতুন রেকর্ড গড়লো ‘নে ঝা ২’

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৮:৩২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৮:৩২:৪৫ অপরাহ্ন
বক্স অফিসে নতুন রেকর্ড গড়লো ‘নে ঝা ২’
এটি একটি চমকপ্রদ সাফল্য। চীনা অ্যানিমেটেড ব্লকবাস্টার ‘নে ঝা ২’ বিশ্বের সর্বকালের ৫ম সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে নাম লিখিয়েছে। ছবিটি ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকনেস’কে পেছনে ফেলে এই রেকর্ড ছুঁয়েছে। গত রোববার পর্যন্ত সিনেমাটি চীনে ২.০৫৪ বিলিয়ন ডলার আয় করেছে। আন্তর্জাতিক বাজার থেকে আরও ৩১ মিলিয়ন ডলার যোগ করলে গ্লোবাল আয় বেড়ে ২.০৮৫ বিলিয়ন হয়ে যায়। এই আয় দিয়েই ‘নে ঝা ২’ ছাড়িয়ে গেছে ‘স্টার ওয়ার্স’ ছবির ২.০৭১ বিলিয়ন ডলারের আয়কে। আয়ের যে গতিধারা তাতে সিনেমাটি বৈশ্বিক ফেনোমেনন হয়ে উঠেছে। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা ?‘অ্যাভাটার’-কে পেছনে ফেলতে ‘নেঝা ২’ ছবিকে আয় করতে হবে ২.৯২ বিলিয়নেরও বেশি। সেদিকেই এগিয়ে চলেছে সিনেমাটি। আন্তর্জাতিকভাবে ‘নে ঝা ২’ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বিস্তার লাভ করছে। আগামীতে ইন্দোনেশিয়া, ইউরোপ এবং জাপানেও মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে সিনেমাটি আরও মোটা অংকের টাকা আয় করবে বলে প্রত্যাশা বাণিজ্য বিশ্লেষকদের। সেই আয় দিয়ে সিনেমাটি বিশ্বের সেরা আয়কারী হয়ে উঠবে বলেও ধারণা করা হচ্ছে। আইম্যাক্স ফরম্যাটে সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে। এটি গ্লোবালি ১৫৫ মিলিয়ন ডলার আয় করে আইম্যাক্সের ৬ষ্ঠ সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে নাম লিখিয়েছে। এ আয়ের ১৫১.৬ ৬ মিলিয়ন ডলার এসেছে শুধুমাত্র চীন থেকে। যুক্তরাজ্যে আইম্যাক্স পর্দায় ৩৫% আয়ের মাধ্যমে দেশটিতে বিদেশি ভাষার সেরা আয়ের সিনেমা এখন ‘নে ঝা ২’। অ্যানিমেটেড এই সিনেমায় উঠে এসেছে চাইনিজ পুরাণ রুপকথার গল্প। ১৬ শতকের চীনা উপন্যাস ‘দ্য ইনভেস্টিচার অফ দ্য গডস’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এর প্রধান দুটি চরিত্র নে ঝা এবং আও বিং। এক সাধারণ বালকের জাদুকরী শক্তির অধিকারী হয়ে দানবদের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি আছে এতে। সেই বালকের নাম নে ঝা। তাকে নিয়ে ২০১৯ সালে মুক্তি পায়া প্রথম সিনেমা ‘নে ঝা’। ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছিল। ৭২৫ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে চীনের সর্বকালের পঞ্চম সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় নাম লিখিয়েছিল সিনেমাটি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স