ঢাকা , শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সাঁথিয়ায় সোতি জালে বাধাগ্রস্ত পেঁয়াজের আবাদ ঐতিহাসিক ৭ নভেম্বর আজ নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো ডেঙ্গু নিয়ন্ত্রণে বাসাবাড়িতে এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি মিথ্যা মামলার বাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ কীটনাশক ও রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত নির্ভরশীলতায় হুমকিতে জনস্বাস্থ্য ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধনসহ সাত জন ১০ দিনের রিমান্ডে গাজীপুরে ৩৭ রোগাক্রান্ত ঘোড়াসহ বিপুল পরিমাণ ঘোড়ার মাংস জব্দ ব্রাহ্মণবাড়িয়া ৬-এ লড়বেন জোনায়েদ সাকি ভাড়া বেশি নিলে তিনগুণ ক্ষতিপূরণ টিকিট কারসাজিতে ৫ বছরের জেল এনা পরিবহনের বাস জব্দের দাবি নিরাপদ সড়ক আন্দোলনের ৭ নভেম্বরের বিপ্লবই দেশের অর্থনীতি ও গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিল-নজরুল গবেষণায় আগ্রহী হচ্ছে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মেগা প্রকল্পের পরিবর্তে মানুষকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার দেশীয় গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা জ্বালানির অভাবে ১৩৫ বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১৫টির উৎপাদন বন্ধ কনটেইনার হ্যান্ডলিংয়ের পাশাপাশি উন্নত অবকাঠামো চায় বন্দর রাষ্ট্রপতির কাছে ফ্রান্সের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি

বক্স অফিসে নতুন রেকর্ড গড়লো ‘নে ঝা ২’

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৮:৩২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৮:৩২:৪৫ অপরাহ্ন
বক্স অফিসে নতুন রেকর্ড গড়লো ‘নে ঝা ২’
এটি একটি চমকপ্রদ সাফল্য। চীনা অ্যানিমেটেড ব্লকবাস্টার ‘নে ঝা ২’ বিশ্বের সর্বকালের ৫ম সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে নাম লিখিয়েছে। ছবিটি ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকনেস’কে পেছনে ফেলে এই রেকর্ড ছুঁয়েছে। গত রোববার পর্যন্ত সিনেমাটি চীনে ২.০৫৪ বিলিয়ন ডলার আয় করেছে। আন্তর্জাতিক বাজার থেকে আরও ৩১ মিলিয়ন ডলার যোগ করলে গ্লোবাল আয় বেড়ে ২.০৮৫ বিলিয়ন হয়ে যায়। এই আয় দিয়েই ‘নে ঝা ২’ ছাড়িয়ে গেছে ‘স্টার ওয়ার্স’ ছবির ২.০৭১ বিলিয়ন ডলারের আয়কে। আয়ের যে গতিধারা তাতে সিনেমাটি বৈশ্বিক ফেনোমেনন হয়ে উঠেছে। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা ?‘অ্যাভাটার’-কে পেছনে ফেলতে ‘নেঝা ২’ ছবিকে আয় করতে হবে ২.৯২ বিলিয়নেরও বেশি। সেদিকেই এগিয়ে চলেছে সিনেমাটি। আন্তর্জাতিকভাবে ‘নে ঝা ২’ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বিস্তার লাভ করছে। আগামীতে ইন্দোনেশিয়া, ইউরোপ এবং জাপানেও মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে সিনেমাটি আরও মোটা অংকের টাকা আয় করবে বলে প্রত্যাশা বাণিজ্য বিশ্লেষকদের। সেই আয় দিয়ে সিনেমাটি বিশ্বের সেরা আয়কারী হয়ে উঠবে বলেও ধারণা করা হচ্ছে। আইম্যাক্স ফরম্যাটে সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে। এটি গ্লোবালি ১৫৫ মিলিয়ন ডলার আয় করে আইম্যাক্সের ৬ষ্ঠ সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে নাম লিখিয়েছে। এ আয়ের ১৫১.৬ ৬ মিলিয়ন ডলার এসেছে শুধুমাত্র চীন থেকে। যুক্তরাজ্যে আইম্যাক্স পর্দায় ৩৫% আয়ের মাধ্যমে দেশটিতে বিদেশি ভাষার সেরা আয়ের সিনেমা এখন ‘নে ঝা ২’। অ্যানিমেটেড এই সিনেমায় উঠে এসেছে চাইনিজ পুরাণ রুপকথার গল্প। ১৬ শতকের চীনা উপন্যাস ‘দ্য ইনভেস্টিচার অফ দ্য গডস’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এর প্রধান দুটি চরিত্র নে ঝা এবং আও বিং। এক সাধারণ বালকের জাদুকরী শক্তির অধিকারী হয়ে দানবদের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি আছে এতে। সেই বালকের নাম নে ঝা। তাকে নিয়ে ২০১৯ সালে মুক্তি পায়া প্রথম সিনেমা ‘নে ঝা’। ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছিল। ৭২৫ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে চীনের সর্বকালের পঞ্চম সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় নাম লিখিয়েছিল সিনেমাটি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার

নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার