ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

বক্স অফিসে নতুন রেকর্ড গড়লো ‘নে ঝা ২’

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৮:৩২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৮:৩২:৪৫ অপরাহ্ন
বক্স অফিসে নতুন রেকর্ড গড়লো ‘নে ঝা ২’
এটি একটি চমকপ্রদ সাফল্য। চীনা অ্যানিমেটেড ব্লকবাস্টার ‘নে ঝা ২’ বিশ্বের সর্বকালের ৫ম সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে নাম লিখিয়েছে। ছবিটি ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকনেস’কে পেছনে ফেলে এই রেকর্ড ছুঁয়েছে। গত রোববার পর্যন্ত সিনেমাটি চীনে ২.০৫৪ বিলিয়ন ডলার আয় করেছে। আন্তর্জাতিক বাজার থেকে আরও ৩১ মিলিয়ন ডলার যোগ করলে গ্লোবাল আয় বেড়ে ২.০৮৫ বিলিয়ন হয়ে যায়। এই আয় দিয়েই ‘নে ঝা ২’ ছাড়িয়ে গেছে ‘স্টার ওয়ার্স’ ছবির ২.০৭১ বিলিয়ন ডলারের আয়কে। আয়ের যে গতিধারা তাতে সিনেমাটি বৈশ্বিক ফেনোমেনন হয়ে উঠেছে। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা ?‘অ্যাভাটার’-কে পেছনে ফেলতে ‘নেঝা ২’ ছবিকে আয় করতে হবে ২.৯২ বিলিয়নেরও বেশি। সেদিকেই এগিয়ে চলেছে সিনেমাটি। আন্তর্জাতিকভাবে ‘নে ঝা ২’ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বিস্তার লাভ করছে। আগামীতে ইন্দোনেশিয়া, ইউরোপ এবং জাপানেও মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে সিনেমাটি আরও মোটা অংকের টাকা আয় করবে বলে প্রত্যাশা বাণিজ্য বিশ্লেষকদের। সেই আয় দিয়ে সিনেমাটি বিশ্বের সেরা আয়কারী হয়ে উঠবে বলেও ধারণা করা হচ্ছে। আইম্যাক্স ফরম্যাটে সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে। এটি গ্লোবালি ১৫৫ মিলিয়ন ডলার আয় করে আইম্যাক্সের ৬ষ্ঠ সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে নাম লিখিয়েছে। এ আয়ের ১৫১.৬ ৬ মিলিয়ন ডলার এসেছে শুধুমাত্র চীন থেকে। যুক্তরাজ্যে আইম্যাক্স পর্দায় ৩৫% আয়ের মাধ্যমে দেশটিতে বিদেশি ভাষার সেরা আয়ের সিনেমা এখন ‘নে ঝা ২’। অ্যানিমেটেড এই সিনেমায় উঠে এসেছে চাইনিজ পুরাণ রুপকথার গল্প। ১৬ শতকের চীনা উপন্যাস ‘দ্য ইনভেস্টিচার অফ দ্য গডস’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এর প্রধান দুটি চরিত্র নে ঝা এবং আও বিং। এক সাধারণ বালকের জাদুকরী শক্তির অধিকারী হয়ে দানবদের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি আছে এতে। সেই বালকের নাম নে ঝা। তাকে নিয়ে ২০১৯ সালে মুক্তি পায়া প্রথম সিনেমা ‘নে ঝা’। ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছিল। ৭২৫ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে চীনের সর্বকালের পঞ্চম সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় নাম লিখিয়েছিল সিনেমাটি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ