ঢাকা , মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল দুর্ঘটনা ও অপরাধ সংঘটনে বেশি দায়ী মোটরসাইকেল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র চট্টগ্রাম ওয়াসায় বকেয়া ১৬০ কোটি টাকা ২ হাজার কোটি টাকার মালিক রাজউকের জাফর সাদিক দিঘলিয়ায় আমগাছে মুকুলের মৌ মৌ গন্ধ সিরাজগঞ্জে অভিযানে বন্ধ হচ্ছে না অবৈধ ইটভাটা রামগতি পৌরসভা হাটবাজার ইজারা সিন্ডিকেটের কবলে সদরপুরে বেড়েছে কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের আবাদ স্থিতিশীলতা রক্ষার্থে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা উচিত-মির্জা ফখরুল এবার এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার প্রত্যাহার হচ্ছে ছয় সহস্রাধিক রাজনৈতিক মিথ্যা মামলা পুলিশ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আজ জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব আনন্দ করার মেজাজে নাই, স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না : স্বরাষ্ট্রসচিব ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল শিক্ষার্থীদের জীবন নিয়ে শঙ্কা কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ দেশজুড়ে অপরাধ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া অস্ত্র

২ হাজার কোটি টাকার মালিক রাজউকের জাফর সাদিক

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ১০:১৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ১১:৩৯:২৪ অপরাহ্ন
২ হাজার কোটি টাকার মালিক রাজউকের জাফর সাদিক
* ৪র্থ শ্রেণির কর্মচারী মো. জাফর সাদিকের তিন স্ত্রী থাকেন তিন বাড়িতে
* রাজধানীতে ৮ তলা বাড়ি ও ফ্ল্যাটসহ কোটি কোটি টাকার সন্ধান পেয়েছে দুদক
* স্ত্রীর নামে শান্তিনগরের মেহমান টাওয়ারে ফ্ল্যাট রয়েছে
* নামিদামি ব্রান্ডের গাড়ি ব্যবহার করে জাফরের   ৩ স্ত্রী
* বিএনপি নেতাদের ম্যানেজ করে শ্রমিক দলের পদ পদবি ভাগানোর কোসেসে আছে জাফর


রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর ৪র্থ শ্রেণির কর্মচারী মো. জাফর সাদিক। রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা তাকে পীর সাহেব বলে ডাকেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জাফর সাদিক একাধিকবার বঙ্গবন্ধুর মাজারে গিয়ে ফু দিয়ে শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে রাজনীতি শুরু করেন। কুমিল্লা লাঙ্গলকোর্ট এলাকার সামান্য কৃষকের ছেলে জাফর সাদিক এখন চলাফেরা করেন ৩টি প্রডো গাড়িতে, ২টি বিএম ডাব্লিউ গাড়ি। এছাড়া তিন স্ত্রীর নামে রয়েছে কমপক্ষে ১০টির বেশি ফ্ল্যাট, বনশ্রী আবাসিক এলাকার রয়েছে ১০ তলা ভবনের ২টি বাড়ি, গাজী ভবনের ২য় তলায় রয়েছে ৪টি দোকান, জাফর সাদিকের বর্তমান সম্পদের পরিমাণ রয়েছে ২ হাজার কোটি টাকারও বেশি।
গত ৫ আগস্টের আগে জাফর সাদিক ফ্যাসিস্টদের সাথে সম্মিলিতভাবে ছাত্র-জনতার উপর গুলি ও হামলা চালান। ঢাকার পল্টনে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালান জাফর সাদিক ও তার দোসরা। জুলাই আগস্টে মতিঝিল এলাকায় শ্রমিক লীগের যত কর্মসূচি ছিল সবগুলোর অর্থ যোগানদাতা জাফর সাদিক। ৫ আগস্টের পর চরিত্র পাল্টিয়ে এখন ঢাকা মহানগর শ্রমিক দলের পদ-পদবি পাওয়ার জন্য ইতোমধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতাদের খুশি করার চেষ্টা করছেন। জাফর সাদিক তার অবৈধ সম্পদ হাসিল করার জন্য এখন বিএনপির নেতাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছেন। রাজউক সূত্রে জানা গেছে, জাফর সাদিক তার পদ অফিস সহকারী কাম টাইপিস্ট। সরকারি বিধিমোতাবেক তিনি ৪র্থ শ্রেণির কর্মচারী। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতা হওয়ার জন্য কয়েক কোটি টাকা খরচ করেছেন। প্রায় ২ হাজার কোটি টাকার মালিক জাফর ওয়াজেদকে বিগত সরকারের আমলে ডিবি প্রধান হারুন অর রশিদ তাকে ধরে নিয়ে তিন দিন রাখার পর ১০ কোটি টাকা নগদে দিয়ে ছাড়া পান। তিনি সে সময়ে ডিবি অফিসে মুচলেকা দিয়ে আসেন যে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সারা জীবন জড়িত থাকবেন। যার কারণে আওয়ামী লীগের আমলে জাফর সাদিক ঢাকা মহানগর শ্রমিক লীগ গঠন করে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন।
জাফর সাদিকের বর্তমান তিন স্ত্রী নিজ বাড়ি ও ফ্ল্যাটে বসবাস করেন। রাজউকের চেয়ারম্যান ও মেম্বারদের যে সব গাড়ি ব্যবহার করেন। তার চেয়ে বেশি দামের গাড়ি ব্যবহার করেন জাফর সাদিকের তিন স্ত্রী। রাজউকের এই পীর সাহেবকে সবাই সমীহ করে চলেন। কারণ তার প্রচুর অবৈধ টাকা আছে। যার কারণে তিনি সবাইকে ম্যানেজ করতে পারেন। বর্তমান রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম আসার পরই তাকে বিভিন্নভাবে তিনি ম্যানেজ করেছেন। এই দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণ চান রাজউক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
রাজউকের পূর্বাচল এস্টেট-২ শাখার পরিচালকের অফিস সহকারী জাফর সাদেক ও তার নামে ৮তলা বাড়ি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক কর্মচারীর নামে রাজধানীতে আটতলা বাড়ি ও ফ্ল্যাটসহ কোটি কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজউকের অফিস সহকারী জাফর সাদেক ঘুষ-দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ গড়েছেন বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুদক। রাজউকের পূর্বাচল এস্টেট-২ শাখার পরিচালকের অফিস সহকারী জাফর সাদেক। ১৬ বছর ধরে এই পদে চাকরি করছেন তিনি। সর্বসাকুল্যে তার বেতন ৪০ হাজার টাকা। তবে আফতাবনগর আবাসিক এলাকার ডি ব্লকের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের ২৯ নম্বরে নূর আহমেদ ভিলা নামে আটতলা বাড়িটি তার। এ ছাড়া তার স্ত্রীর নামে নগরীর শান্তিনগরের মেহমান টাওয়ারে ১ হাজার ৬শ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। তিনি অবৈধভাবে রাজউকের প্লট বিক্রি, নকশা পাস ও অনুমোদন করিয়ে এই অঢেল সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার আফতাবনগর ও শান্তিনগরে বিশেষ অভিযান চালায় দুদকের একটি দল। সহকারী পরিচালক নেয়ামুল আহসান গাজীর নেতৃত্বাধীন দলটির সরেজমিন অভিযানেও রাজউক কর্মচারীর নামে ওইসব সম্পদ থাকার প্রমাণ মিলেছে। তবে দুদক কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে আগেই কর্মস্থল থেকে পালিয়ে যান জাফর সাদেক। দুদক উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বলেন, দুদকের অভিযান টিম অভিযোগ সংশ্লিষ্ট জাফর সাদেককে তার কর্মস্থলে পায়নি। এমনকি তার সহকর্মীরাও এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। এরপর দুদক টিম তার অবৈধ সম্পদের সন্ধানে আফতাবনগর ও শান্তিনগরে যায়। সেসব স্থানে তার সম্পদের অস্তিত্ব থাকার প্রাথমিক সত্যতা পেয়েছে। এ ছাড়া ওইসব এলাকার স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সম্পদশালী বলে দুদক টিমের কাছে প্রতীয়মান হয়েছে। এ বিষয়ে অভিযান দল কমিশনের বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। জাফর সাদেক ২০১৫ সালে আফতাবনগরে ৭২ লাখ টাকায় ওই প্লটটি কিনেছিলেন। এরপর ২০২০ সালে দেড় কোটি টাকা ব্যয় করে আটতলা বাড়িটি নির্মাণ করেন। এ ছাড়াও নয়াপল্টনের গাজী শপিং কমপ্লেক্সে তার নামে দোকান থাকারও অভিযোগ রয়েছে। এ ব্যাপারে জাফর সাদিকের সাথে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স