ঢাকা , সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল শিক্ষার্থীদের জীবন নিয়ে শঙ্কা কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ দেশজুড়ে অপরাধ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া অস্ত্র দখলদারদের লোভের শিকারে খুলনা বিভাগের ৩৭ নদী সংকটাপন্ন প্রবাসীর স্ত্রীসহ আটক শিবির সেক্রেটারিকে স্থায়ী বহিষ্কার চাঁদপুরে রঙিন সুতোয় জামদানি তৈরিতে সাড়া ফেলেছেন রনি চিলমারীর চরে স্বপ্ন বুনছেন হাজারও ভূমিহীন কৃষক লিচু বাগানে কুমড়া চাষে সফল স্কুল শিক্ষক জনি প্রশংসায় ভাসছেন গাংনীর ইউএনও প্রীতম সাহা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ভারতীয় বাসমতি চাউল জব্দ মতলবে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী চাষ দুর্ভাগ্য কাটছেই না ম্যানসিটির বিশ্রাম ছাড়া ম্যাচ খেলবে না রিয়াল জোড়া গোল এমবাপের, ভিয়ারিয়ালের সাথে জয় পেলো রিয়াল এবার আইপিএলকে টেক্কা দিতে আসছে সৌদি লিগ অবসরের ইঙ্গিত দিলেন বিরাট কোহলি নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেলোনা পাকিস্তান বাংলাদেশ সফরে আসছে প্রোটিয়া ইমার্জিং দল আপাতত শেষ হচ্ছে না ফিল সিমন্স অধ্যায়

কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ১২:২৩:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ১২:২৩:৩০ পূর্বাহ্ন
কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ
ময়মনসিংহ প্রতিনিধি
বিয়ের তিন বছরেও সন্তান না হওয়ায় চিন্তায় পড়েন স্বামী-স্ত্রী। একপর্যায়ে ওই গৃহবধূ সন্তান পাওয়ার আশায় এক কবিরাজের শরণাপন্ন হন। কিন্তু কবিরাজ সন্তান দেওয়ার নাম করে ঝাড়ফুঁকের একপর্যায়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় গত শনিবার কবিরাজের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী ওই গৃহবধূ। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এমন ঘটনা ঘটেছে। কবিরাজের নাম আব্দুল খালেক (৬৫)। তিনি একই উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের বড় বাজাইল গ্রামের নবীগঞ্জ বাজার এলাকার মৃত নসু খার ছেলে। ভুক্তভোগী নারী (৩৬) একই উপজেলায় স্বামীকে নিয়ে বসবাস করেন। ঘটনার পর তিনি থানায় অভিযোগ করলে কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, এলাকায় কবিরাজ হিসেবে খ্যাতি রয়েছে আব্দুল খালেকের। তার ঝাড়ফুঁক ও বিভিন্ন ঔষধ খেয়ে সব ধরনের রোগ ভালো হয় বলে প্রচারণা রয়েছে। কারও সন্তান না হলে কবিরাজের শরণাপন্ন হলে সন্তান হয়, এমন বিশ্বাসে সন্তান ভুক্তভোগী নারী আব্দুল খালেকের বাড়িতে যাতায়াত করতেন। নিশ্চিত সন্তান হবে এমন আশ্বাসে কবিরাজকে ১৫ হাজার টাকাও দেন তিনি। ৮ মার্চ ওই নারী আবারও কবিরাজের বাড়িতে যান। গিয়ে জানতে চান, সন্তান হতে আরও কতদিন সময় লাগতে পারে। এ সময় ওই নারীকে বুঝিয়ে একটি কক্ষে নেন কবিরাজ। সেখানে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় ওই নারী ঘটনার বর্ণনা দিয়ে থানায় মৌখিক অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পরদিন রাতেই ভণ্ড কবিরাজ আব্দুল খালেককে আটক করা হয়। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ওই নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রেফতার আব্দুল খালেককে জিজ্ঞাসাবাদ শেষে ময়মনসিংহ আদালতে পাঠানো হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য