ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

দুর্ভাগ্য কাটছেই না ম্যানসিটির

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৭:৪৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৭:৪৫:০৫ অপরাহ্ন
দুর্ভাগ্য কাটছেই না ম্যানসিটির
পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারে এতটা বাজে পরিস্থিতি আর কখনো তৈরি হয়নি। গত সপ্তাহেই বলেছিলেন, এ মৌসুমে ম্যানচেস্টার সিটি যদি সেরা চারে থাকতে পারে, তাহলে সেটাই হবে এবারের সেরা অর্জন। কিন্তু সেই আশাও গার্দিওলার পূরণ হবে কি না সন্দেহ। কারণ, গত শনিবার রাতেই ঘরের মাঠে ব্রাইটনের মত দলের কাছে পয়েন্ট হারিয়েছে ২-২ গোলে ড্র করে। এই ড্রয়ে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের পাঁচেই থাকল ম্যানসিটি। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে থাকল ব্রাইটন। ব্রাইটনকে হারাতে পারলে চারে উঠে যেতে পারতো সিটিজেনরা। কারণ, চারে থাকা চেলসির চেয়ে কেবল এক পয়েন্ট পিছিয়ে তারা। একই রাতে তিনে থাকা নটিংহাম ফরেস্ট ৪-২ গোলে হারিয়েছে ইপসউইচ টাউনকে। এই জয়ে ২৯ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানটা আরও সুদৃঢ় করল নটিংহাম। ব্রাইটনের বিপক্ষে এ ম্যাচ দিয়ে গোল খাওয়ার বিব্রতকর এক রেকর্ডও গড়ল গার্দিওলার সিটি। চলতি মৌসুম এখন পর্যন্ত ৪০ গোল হজম করেছে তারা। কোচ পেপ গার্দিওলার অধীনে প্রিমিয়ার লিগে যা কি না এক মৌসুমে সর্বোচ্চ গোল খাওয়ার রেকর্ড। ম্যাচের ১১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্রথমে ম্যানসিটিকে এগিয়ে দেন আরলিং হালান্ড। চলতি মৌসুমে এটা তার ২১তম গোল। সে সঙ্গে প্রিমিয়ার লিগে ১০০তম গোলের মাইলফলকও স্পর্শ করেন নরওয়েজিয়ান এই তারকা। খেলেছেন ৯৪ ম্যাচ। যা রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে এর আগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েছিলেন অ্যালান শিয়েরার। তিনি ১০০ ম্যাচে করেছিলেন শততম গোল। ২১ মিনিটে ব্রাইটনকে সমতায় ফেরান পারভিস এস্তুপিনান। এরপর ৩৯তম মিনিটে আবারও সিটিকে এগিয়ে দেন ওমার মারমোস। কিন্তু ম্যাচের ৪৮তম মিনিটে সর্বনাশটা করেন সিটির ডিফেন্ডার আবদুকোদির খুশানভ। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দেন। ফলে আবারও সমতায় ফেরে ব্রাইটন। শেষ পর্যন্ত এ অবস্থতেই শেষ হয় ম্যাচ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স