ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাবিতে তিন কর্মকর্তাকে পুলিশে দিলো সাবেক শিক্ষার্থীরা কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২১৮ মেগাওয়াট নোয়াখালীতে বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল গ্রেফতার ২ লাগাতার বৃষ্টিতে ৩শ’ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত জনজীবনে দুর্ভোগ পরিবারের কাছে ফিরলো কেন্দুয়ায় পাওয়া মানসিক ভারসাম্যহীন তরুণী ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু পঞ্চগড়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন বিএসএফ’র ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৫ জন কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাস্তার কাজ শেষ না করেই বিল পাস গাজীপুরে বিএনপি নেতার নামে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ বখাটের ছুরিকাঘাত থেকে কিশোরীকে বাঁচাতে গিয়ে দাদি ভাবি নিহত সিলেটে পিডিবি প্রিপেইড বিদ্যুৎ মিটারে বেড়েছে ভোগান্তি নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে- রিজভী বঞ্চিতদের পদোন্নতির পুনর্বিবেচনায় সাত শতাধিক কর্মকর্তা বাংলাদেশে সাহসী সংস্কারেই টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সম্ভব : জোহানেস জুট এ সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে-আইন উপদেষ্টা সীমান্ত হত্যায় জড়িতদের বিরুদ্ধে ভারতীয় আইনেই বিচার চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ নিয়োগ-পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় যাচাই প্রথা বাতিলের সুপারিশ

বিশ্রাম ছাড়া ম্যাচ খেলবে না রিয়াল

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৭:৪৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৭:৪৪:৩৫ অপরাহ্ন
বিশ্রাম ছাড়া ম্যাচ খেলবে না রিয়াল
খেলার পর রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লো আনচেলত্তি হুমকি দিয়ে রাখলেন, শেষবারের মত তার ৭২ ঘন্টার মধ্যে ম্যাচে নেমেছে। গত বুধবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে, লস ব্ল্যাঙ্কসরা ১২০ মিনিটের বেশি খেলেছিল নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে। এরপর কি না ৭২ ঘন্টা পার হওয়ার আগেই রিয়ালকে লা লিগার ম্যাচে মুখোমুখি হতে হলো ভিয়ারিয়ালের বিপক্ষে। অসম্ভব ক্লান্তি নিয়েই স্প্যানিশ লিগের এই ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল। প্রতিটা ফুটবলারকে দেখেই মনে হচ্ছিল তারা শতভাগ দেওয়ার অবস্থায় নেই। তবে কিলিয়ান এমবাপের জোড়া গোলে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল। ভিয়ারিয়ালের মাঠ স্টাদিও দে লা ক্যারামিকাতে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। আলেক্স বায়েনার কর্নার বল অরেলিয়েন চুয়ামেনির গায়ে লেগে প্রতিহত হয় এবং সেই সুযোগে ডিফেন্ডার হুয়ান ফোইথ কাছ থেকে গোল করেন। দশ মিনিট পর রিয়াল মাদ্রিদ সমতা ফিরে। ব্রাহিম দিয়াজের শট প্রতিহত হলে বল এমবাপ্পের পায়ে পড়ে, এবং তিনি কাছ থেকেই গোলটি করেন। ম্যাচের ২৩তম মিনিটে লুকাস ভাসকেজের রক্ষণচেরা পাস থেক ডি বক্সের মুখ থেকে এমবাপে রিয়ালকে এগিয়ে দেন। লা লিগায় এটি তার ২০তম গোল ছিল। দ্বিতীয়ার্ধে এই ফরাসি তারকা ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে হ্যাটট্রিকের সুযোগ পান। তবে অফসাইডের কারণে গোল বাতিল হয় সেটি। পরে কোন দলই আর গোল না পেলে ম্যাচ ২-১ ব্যবধানেই শেষ হয়। ম্যাচ শেষ রিয়ালের ইতালিয়ান ম্যানেজার খুবই বিরক্ত ছিলেন। আনচেলত্তি বলেন, “শেষবারের মত আমরা ৭২ ঘণ্টার কম বিশ্রামে কোনো ম্যাচ খেললাম।” এই জয়ের ফলে, রিয়াল মাদ্রিদ ২৮ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে। দুই ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা তিন পয়েন্ট পিছিয়ে আছে। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স