ঢাকা , সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্থিতিশীলতা রক্ষার্থে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা উচিত-মির্জা ফখরুল এবার এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার প্রত্যাহার হচ্ছে ছয় সহস্রাধিক রাজনৈতিক মিথ্যা মামলা পুলিশ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আজ জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব আনন্দ করার মেজাজে নাই, স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না : স্বরাষ্ট্রসচিব ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল শিক্ষার্থীদের জীবন নিয়ে শঙ্কা কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ দেশজুড়ে অপরাধ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া অস্ত্র দখলদারদের লোভের শিকারে খুলনা বিভাগের ৩৭ নদী সংকটাপন্ন প্রবাসীর স্ত্রীসহ আটক শিবির সেক্রেটারিকে স্থায়ী বহিষ্কার চাঁদপুরে রঙিন সুতোয় জামদানি তৈরিতে সাড়া ফেলেছেন রনি চিলমারীর চরে স্বপ্ন বুনছেন হাজারও ভূমিহীন কৃষক লিচু বাগানে কুমড়া চাষে সফল স্কুল শিক্ষক জনি প্রশংসায় ভাসছেন গাংনীর ইউএনও প্রীতম সাহা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ভারতীয় বাসমতি চাউল জব্দ মতলবে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী চাষ দুর্ভাগ্য কাটছেই না ম্যানসিটির বিশ্রাম ছাড়া ম্যাচ খেলবে না রিয়াল

বিশ্রাম ছাড়া ম্যাচ খেলবে না রিয়াল

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৭:৪৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৭:৪৪:৩৫ অপরাহ্ন
বিশ্রাম ছাড়া ম্যাচ খেলবে না রিয়াল
খেলার পর রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লো আনচেলত্তি হুমকি দিয়ে রাখলেন, শেষবারের মত তার ৭২ ঘন্টার মধ্যে ম্যাচে নেমেছে। গত বুধবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে, লস ব্ল্যাঙ্কসরা ১২০ মিনিটের বেশি খেলেছিল নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে। এরপর কি না ৭২ ঘন্টা পার হওয়ার আগেই রিয়ালকে লা লিগার ম্যাচে মুখোমুখি হতে হলো ভিয়ারিয়ালের বিপক্ষে। অসম্ভব ক্লান্তি নিয়েই স্প্যানিশ লিগের এই ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল। প্রতিটা ফুটবলারকে দেখেই মনে হচ্ছিল তারা শতভাগ দেওয়ার অবস্থায় নেই। তবে কিলিয়ান এমবাপের জোড়া গোলে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল। ভিয়ারিয়ালের মাঠ স্টাদিও দে লা ক্যারামিকাতে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। আলেক্স বায়েনার কর্নার বল অরেলিয়েন চুয়ামেনির গায়ে লেগে প্রতিহত হয় এবং সেই সুযোগে ডিফেন্ডার হুয়ান ফোইথ কাছ থেকে গোল করেন। দশ মিনিট পর রিয়াল মাদ্রিদ সমতা ফিরে। ব্রাহিম দিয়াজের শট প্রতিহত হলে বল এমবাপ্পের পায়ে পড়ে, এবং তিনি কাছ থেকেই গোলটি করেন। ম্যাচের ২৩তম মিনিটে লুকাস ভাসকেজের রক্ষণচেরা পাস থেক ডি বক্সের মুখ থেকে এমবাপে রিয়ালকে এগিয়ে দেন। লা লিগায় এটি তার ২০তম গোল ছিল। দ্বিতীয়ার্ধে এই ফরাসি তারকা ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে হ্যাটট্রিকের সুযোগ পান। তবে অফসাইডের কারণে গোল বাতিল হয় সেটি। পরে কোন দলই আর গোল না পেলে ম্যাচ ২-১ ব্যবধানেই শেষ হয়। ম্যাচ শেষ রিয়ালের ইতালিয়ান ম্যানেজার খুবই বিরক্ত ছিলেন। আনচেলত্তি বলেন, “শেষবারের মত আমরা ৭২ ঘণ্টার কম বিশ্রামে কোনো ম্যাচ খেললাম।” এই জয়ের ফলে, রিয়াল মাদ্রিদ ২৮ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে। দুই ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা তিন পয়েন্ট পিছিয়ে আছে। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স