ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের

জোড়া গোল এমবাপের, ভিয়ারিয়ালের সাথে জয় পেলো রিয়াল

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৭:৪৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৭:৪৩:৫৭ অপরাহ্ন
জোড়া গোল এমবাপের, ভিয়ারিয়ালের সাথে জয় পেলো রিয়াল

ভিয়ারিয়ালের মাঠে প্রায় ২১ হাজার দর্শকের সামনে প্রথমেই গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। ৭ মিনিটে গোল হজম করার পর যেন জ্বলে উঠেছিলেন কিলিয়ান এমবাপে। এরপর জোড়া গোল করলেন তিনি। সেই জোড়া গোলেই ২-১ ব্যবধানে গুরুত্বপূর্ণ এক জয় নিশ্চিত হলো রিয়ালের। এ জয়ে আপাতত শীর্ষে উঠেছে রিয়াল। ২৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬০। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে হয়তো রিয়ালের এই অবস্থান নড়ে যেতে পারে। কারণ, লা লিগায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচে বার্সা জিতলে তো তারাই উঠে যাবে শীর্ষে। তখন রিয়ালের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকবে বার্সা। সে সঙ্গে একটি ম্যাচ তখনও হাতে থাকবে। আর যদি অ্যাটলেটিকো হারিয়ে দিতে পারে বার্সেলোনাকে। তাহলে, শীর্ষে থেকে যাবে রিয়ালই। তখন অ্যাতলেতিকো উঠে যাবে দ্বিতীয় স্থানে, বার্সা নেমে যাবে তৃতীয় স্থানে। রিয়ালর জন্য এটা গুরুত্বপূর্ণ জয়- কারণ হলো, এক সময় তারাই শীর্ষে ছিল; কিন্তু মাঝে কিছু ম্যাচে পয়েন্ট হারিয়ে তারা চলে যায় পেছনে। এখন এই ম্যাচটাতেও যদি পয়েন্ট হারাতো, তাহলে হয়তো এবারের মৌসুমে শিরোপা জয়ের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে যেতে হতো তাদের; কিন্তু এমবাপের জোড়া গোলে সে বিপদে আর পড়তে হয়নি। সপ্তম মিনিটেই ভিয়ারিয়ালকে এগিয়ে দেন হুয়ান ফয়েথ। অ্যালেক্স বায়েনা কর্নার কিক নেন। সেই শটটি অরিলিয়েন চুয়ামেনির পা ছুঁয়ে চলে যায় হুয়ান ফয়েথের কাছে। খুব সহজেই কাছ থেকে রিয়ালের জালে বলটি জড়িয়ে দেন তিনি। ১০ মিনিট পর সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। ব্রাহিম দিয়াজের ব্লক শট রিসিভ করে খুব কাছ থেকে ভিয়ারিয়ালের জালে জড়িয়ে দেন এমবাপে। ৬ মিনিট পর আবারও গোল কিলিয়ান এমবাপের। রিয়াল মাদ্রিদকে লিড এনে দেয়া এই গোলটি করেন তিনি লুকাস ভাসকুয়েজের কাছ থেকে বল পেয়ে। এ নিয়ে লা লিগায় ২০তম গোল করলেন কিলিয়ান এমবাপে। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করার দারুণ সুযোগ পেয়েছিলেন এমবাপে। ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে বল পেয়ে একেবারে গোলরক্ষকের সামনে চলে গিয়েছিলেন; কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারি অফসাইডের ফ্ল্যাগ তুলে দাঁড়িয়ে যান। ফলে আর গোল করতে পারেননি তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স