ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ , ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভূমিকম্পে দ্রুত উদ্ধার-সহায়তায় স্পেশাল ফোর্স গড়েছে ফায়ার সার্ভিস : ডিজি যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আটক ৩ থানায় মামলা ভিসি-প্রক্টরের পদত্যাগের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ করিডর নিয়ে সরকারের অবস্থানের মধ্যে ধোঁয়াশা আছে-আনু মুহাম্মদ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ টেলিফোন খরচ সোয়া কোটি উদ্বোধনী ব্যয় ৪৩ লাখ টাকা চট্টগ্রাম বন্দরে যুক্ত হলো সেভেন সিস্টার্সও লাভবান হবে শাহবাগ অবরোধ নার্সিং শিক্ষার্থীদের ভোগান্তি চরমে ৮ বাস ভরে শিক্ষক-শিক্ষার্থীরা এসে যোগ দিলেন অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ আহত ৫০ প্রশিক্ষণের অভাবে থমকে আছে ব্লক ইটের ব্যবহার গাইবান্ধায় জেগে ওঠা চরের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত শ্রীপুরে দুই ভাতিজার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির অভিযোগ আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ বহু দাবি থাকলেও আমরা রাস্তায় নামছি না- জয়নুল হাটহাজারীতে অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠান পুড়ে ছাই ভোলায় ১০ বছর পর চার জনের যাবজ্জীবন লালমনিরহাটে বাড়ছে বিষাক্ত তামাক চাষ গ্যাস সংকটের নেতিবাচক প্রভাব অর্থনীতিতে

জোড়া গোল এমবাপের, ভিয়ারিয়ালের সাথে জয় পেলো রিয়াল

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৭:৪৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৭:৪৩:৫৭ অপরাহ্ন
জোড়া গোল এমবাপের, ভিয়ারিয়ালের সাথে জয় পেলো রিয়াল

ভিয়ারিয়ালের মাঠে প্রায় ২১ হাজার দর্শকের সামনে প্রথমেই গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। ৭ মিনিটে গোল হজম করার পর যেন জ্বলে উঠেছিলেন কিলিয়ান এমবাপে। এরপর জোড়া গোল করলেন তিনি। সেই জোড়া গোলেই ২-১ ব্যবধানে গুরুত্বপূর্ণ এক জয় নিশ্চিত হলো রিয়ালের। এ জয়ে আপাতত শীর্ষে উঠেছে রিয়াল। ২৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬০। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে হয়তো রিয়ালের এই অবস্থান নড়ে যেতে পারে। কারণ, লা লিগায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচে বার্সা জিতলে তো তারাই উঠে যাবে শীর্ষে। তখন রিয়ালের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকবে বার্সা। সে সঙ্গে একটি ম্যাচ তখনও হাতে থাকবে। আর যদি অ্যাটলেটিকো হারিয়ে দিতে পারে বার্সেলোনাকে। তাহলে, শীর্ষে থেকে যাবে রিয়ালই। তখন অ্যাতলেতিকো উঠে যাবে দ্বিতীয় স্থানে, বার্সা নেমে যাবে তৃতীয় স্থানে। রিয়ালর জন্য এটা গুরুত্বপূর্ণ জয়- কারণ হলো, এক সময় তারাই শীর্ষে ছিল; কিন্তু মাঝে কিছু ম্যাচে পয়েন্ট হারিয়ে তারা চলে যায় পেছনে। এখন এই ম্যাচটাতেও যদি পয়েন্ট হারাতো, তাহলে হয়তো এবারের মৌসুমে শিরোপা জয়ের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে যেতে হতো তাদের; কিন্তু এমবাপের জোড়া গোলে সে বিপদে আর পড়তে হয়নি। সপ্তম মিনিটেই ভিয়ারিয়ালকে এগিয়ে দেন হুয়ান ফয়েথ। অ্যালেক্স বায়েনা কর্নার কিক নেন। সেই শটটি অরিলিয়েন চুয়ামেনির পা ছুঁয়ে চলে যায় হুয়ান ফয়েথের কাছে। খুব সহজেই কাছ থেকে রিয়ালের জালে বলটি জড়িয়ে দেন তিনি। ১০ মিনিট পর সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। ব্রাহিম দিয়াজের ব্লক শট রিসিভ করে খুব কাছ থেকে ভিয়ারিয়ালের জালে জড়িয়ে দেন এমবাপে। ৬ মিনিট পর আবারও গোল কিলিয়ান এমবাপের। রিয়াল মাদ্রিদকে লিড এনে দেয়া এই গোলটি করেন তিনি লুকাস ভাসকুয়েজের কাছ থেকে বল পেয়ে। এ নিয়ে লা লিগায় ২০তম গোল করলেন কিলিয়ান এমবাপে। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করার দারুণ সুযোগ পেয়েছিলেন এমবাপে। ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে বল পেয়ে একেবারে গোলরক্ষকের সামনে চলে গিয়েছিলেন; কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারি অফসাইডের ফ্ল্যাগ তুলে দাঁড়িয়ে যান। ফলে আর গোল করতে পারেননি তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ