ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

জোড়া গোল এমবাপের, ভিয়ারিয়ালের সাথে জয় পেলো রিয়াল

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৭:৪৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৭:৪৩:৫৭ অপরাহ্ন
জোড়া গোল এমবাপের, ভিয়ারিয়ালের সাথে জয় পেলো রিয়াল

ভিয়ারিয়ালের মাঠে প্রায় ২১ হাজার দর্শকের সামনে প্রথমেই গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। ৭ মিনিটে গোল হজম করার পর যেন জ্বলে উঠেছিলেন কিলিয়ান এমবাপে। এরপর জোড়া গোল করলেন তিনি। সেই জোড়া গোলেই ২-১ ব্যবধানে গুরুত্বপূর্ণ এক জয় নিশ্চিত হলো রিয়ালের। এ জয়ে আপাতত শীর্ষে উঠেছে রিয়াল। ২৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬০। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে হয়তো রিয়ালের এই অবস্থান নড়ে যেতে পারে। কারণ, লা লিগায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচে বার্সা জিতলে তো তারাই উঠে যাবে শীর্ষে। তখন রিয়ালের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকবে বার্সা। সে সঙ্গে একটি ম্যাচ তখনও হাতে থাকবে। আর যদি অ্যাটলেটিকো হারিয়ে দিতে পারে বার্সেলোনাকে। তাহলে, শীর্ষে থেকে যাবে রিয়ালই। তখন অ্যাতলেতিকো উঠে যাবে দ্বিতীয় স্থানে, বার্সা নেমে যাবে তৃতীয় স্থানে। রিয়ালর জন্য এটা গুরুত্বপূর্ণ জয়- কারণ হলো, এক সময় তারাই শীর্ষে ছিল; কিন্তু মাঝে কিছু ম্যাচে পয়েন্ট হারিয়ে তারা চলে যায় পেছনে। এখন এই ম্যাচটাতেও যদি পয়েন্ট হারাতো, তাহলে হয়তো এবারের মৌসুমে শিরোপা জয়ের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে যেতে হতো তাদের; কিন্তু এমবাপের জোড়া গোলে সে বিপদে আর পড়তে হয়নি। সপ্তম মিনিটেই ভিয়ারিয়ালকে এগিয়ে দেন হুয়ান ফয়েথ। অ্যালেক্স বায়েনা কর্নার কিক নেন। সেই শটটি অরিলিয়েন চুয়ামেনির পা ছুঁয়ে চলে যায় হুয়ান ফয়েথের কাছে। খুব সহজেই কাছ থেকে রিয়ালের জালে বলটি জড়িয়ে দেন তিনি। ১০ মিনিট পর সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। ব্রাহিম দিয়াজের ব্লক শট রিসিভ করে খুব কাছ থেকে ভিয়ারিয়ালের জালে জড়িয়ে দেন এমবাপে। ৬ মিনিট পর আবারও গোল কিলিয়ান এমবাপের। রিয়াল মাদ্রিদকে লিড এনে দেয়া এই গোলটি করেন তিনি লুকাস ভাসকুয়েজের কাছ থেকে বল পেয়ে। এ নিয়ে লা লিগায় ২০তম গোল করলেন কিলিয়ান এমবাপে। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করার দারুণ সুযোগ পেয়েছিলেন এমবাপে। ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে বল পেয়ে একেবারে গোলরক্ষকের সামনে চলে গিয়েছিলেন; কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারি অফসাইডের ফ্ল্যাগ তুলে দাঁড়িয়ে যান। ফলে আর গোল করতে পারেননি তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স