পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ৯ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। দুই পেসার কাইল জেমিসন ও জ্যাকব ডাফি ধসিয়ে দেন পাকিস্তানকে। মাত্র ৯১ রানে অলআউট হয় পাকিস্তান। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। দুর্দান্ত সূচনা এনে দেন জেমিসন ও ডাফি। রানের খাতা খোলার আগেই বিদায় নেন পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান নওয়াজ। ৬টি বল মোকাবেলা করে জেমিসনের বলে আউট হন হারিস। ২টি বল মোকাবেলা করে ডাফির বলে আউট হন নওয়াজ। ০ রানেই দুই উইকেট পাকিস্তান যখন ঘোর বিপদে তখন বিপদ আরো বাড়িয়ে দেন ইরফান খান। ৬ বলে ১ রান করে তিনিও আউট হন জেমিসনের বলে। ১ রানেই তিনটি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তারপর অধিনায়ক সালমান আলীর সাথে ক্রিজে যোগ দেন অভিজ্ঞ শাদাব খান। এই জুটিও টিকতে দেননি জেমিসন। পঞ্চম ওভারে শাদাবকেও আউট করেন তিনি। ১১ রানে চার উইকেট হারিয়ে চোখে সর্ষে ফুল দেখতে শুরু করে পাকিস্তান। ৬ বলে ৩ রান করে বিদায় নেন শাদাব। পঞ্চম উইকেটে অবশেষে একটু ভরসা পায় পাকিস্তান। ৪৬ রানের জুটি গড়েন সালমান ও খুশদিল শাহ। তবে সালমান আউট হওয়ায় ভেঙে যায় এই জুটিও। ২০ বলে ১৮ রান করে ইনিংস মেরামতের চেষ্টা করেন পাকিস্তানের নতুন অধিনায়ক। তাকে সাজঘরের পথ দেখান লেগ স্পিনার ইশ সোধি। সালমানের ব্যাট থেকে আসে দুইটি বাউন্ডারি। তারপর খুশদিলও দ্রুতই আউট হয়ে যান। ৩০ বলে ৩২ রান করা খুশদিলকে শিকার করেন ডাফি। খুশদিলের ব্যাট থেকে আসে তিনটি ছক্কা। ৬৪ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান। ইশ সোধির দ্বিতীয় শিকারে পরিণত হন আব্দুল সামাদ। ৮০ রানে পড়ে পাকিস্তানের অষ্টম উইকেট। জাহানদাদ খান লড়াইয়ের চেষ্টা করেন। তাকে থামিয়ে দেন জাকারি ফোকস। ১৭ বলে ১৭ রান করেন জাহানদাদ। একটি ছক্কা হাঁকান তিনি। শাহীন শাহ আফ্রিদি ও আবরার আহমেদকেও শিকার করেন ডাফি। ফলে অলআউট হয়ে যায় পাকিস্তান। ব্যাটারদের চরম ব্যর্থতায় পাকিস্তান পায় মাত্র ৯১ রানের পুঁজি। নিউজিল্যান্ডের পক্ষে চার ওভারে ১টি মেডেনসহ মাত্র ৮ রান খরচ করে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নেন জেমিসন। ডাফি নেন চারটি উইকেট। সোধি পকেটে যায় দুইটি উইকেট। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। তারা গড়েন ৩৫ বলে ৫৩ রানের জুটি। সেইফার্টকে শিকার করে এই জুটি ভাঙেন আবরার। ২৯ বলে ৪৪ রান করেন সেইফার্ট। তার ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কা। তারপর নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন ফিন অ্যালেন ও টিম রবিনসন। তাদের অপরাজেয় জুটিতে ৯ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। অ্যালেন করেন ১৭ বলে ২৯ রান। তার ব্যাট থেকে আসে দুইটি করে চার ও ছক্কা। ১৫ বলে ১৮ রান করা রবিনসনের ব্যাট থেকে আসে একটি ছক্কা। ১০.১ ওভারেই জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে কাইল জেমিসন। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামীকাল মঙ্গলবার ডাবলিনে অনুষ্ঠিত হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেলোনা পাকিস্তান
- আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৭:৪২:২৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৭:৪২:২৪ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ