আগামী মে মাসের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। স্বাগতিকদের বিপক্ষে তিনটি ৫০ ওভারের ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে প্রোটিয়ারা। রাজশাহী, চট্টগ্রাম, মিরপুর হয়ে সফর শেষ করবে দক্ষিণ আফ্রিকা। তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচের সিরিজ খেলতে ৭ মে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল বাংলাদেশে আসছে। ১২, ১৪ ও ১৬ মে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। দলটির ৭ মে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে এবং সরাসরি রাজশাহীতে যাবে। বিসিবি হাইপারফরম্যান্স দলের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। সীমিত ওভারের সিরিজের পর, ২০ থেকে ২৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় চার দিনের ম্যাচ মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ২৭ থেকে ৩০ মে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

বাংলাদেশ সফরে আসছে প্রোটিয়া ইমার্জিং দল
- আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৭:২২:৩১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৭:২২:৩১ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ