ঢাকা , শুক্রবার, ১৬ মে ২০২৫ , ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
১৪ অঞ্চলে বজ্রঝড়ের শঙ্কা ভারী বৃষ্টির আভাস লালমনিরহাট সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো দক্ষিণ সিটি খুলবে বাণিজ্যের নতুন দুয়ার আমতলীতে অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন আমতলীতে সদ্য যোগদানকৃত ইউএনও'র মতবিনিময় সভা আমতলীতে সামুদ্রিক মাছ জব্দ, এতিমখানায় বিতরণ ভূমিকম্পে দ্রুত উদ্ধার-সহায়তায় স্পেশাল ফোর্স গড়েছে ফায়ার সার্ভিস : ডিজি যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আটক ৩ থানায় মামলা ভিসি-প্রক্টরের পদত্যাগের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ করিডর নিয়ে সরকারের অবস্থানের মধ্যে ধোঁয়াশা আছে-আনু মুহাম্মদ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ টেলিফোন খরচ সোয়া কোটি উদ্বোধনী ব্যয় ৪৩ লাখ টাকা চট্টগ্রাম বন্দরে যুক্ত হলো সেভেন সিস্টার্সও লাভবান হবে শাহবাগ অবরোধ নার্সিং শিক্ষার্থীদের ভোগান্তি চরমে ৮ বাস ভরে শিক্ষক-শিক্ষার্থীরা এসে যোগ দিলেন অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ আহত ৫০ প্রশিক্ষণের অভাবে থমকে আছে ব্লক ইটের ব্যবহার গাইবান্ধায় জেগে ওঠা চরের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর লাগবে-মান্না

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০৬:৫৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০৬:৫৬:১৮ অপরাহ্ন
স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর লাগবে-মান্না
স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি আরও বলেন, এই সময়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেটা সামাল দিতে পারবেন? কত মানুষ মারা যাবে বলতে পারেন? গতকাল শুক্রবার রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে ‘স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রকে টেকসই করবে’ শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। তিনি বলেন, আবেগে অনেক কিছু বলা যায়। কিন্তু আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাজনীতি চলে না। গায়ের জোরে কেউ ক্ষমতায় যেতেও পারবেন না, থাকতেও পারবেন না। কেউ যদি মনে করেন, নির্বাচন দিলে যারা ক্ষমতায় যাবে, তারা স্বৈরাচারী হয়ে উঠবে; নির্বাচন পিছিয়ে দিয়ে তো সেটা ঠেকাতে পারবেন না। সেটা ঠেকাতে হলে রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। সেই লড়াই জারি রাখতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না মাগুারায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে গভীর শোক এবং ধর্ষক-হত্যাকারীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা আমাদের দেশের নারী, কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই। আমরা নিজেদের ক্ষমতার লোভে সমাজকে, দেশকে দুর্বৃত্তায়িত করেছি। ৫ আগষ্টের পর আমাদের লক্ষ্য ছিল নতুন বাংলাদেশের। কেউ কেউ বলেন দ্বিতীয় স্বাধীনতা। দেশ তো আর নতুন করে স্বাধীন হয়নি, নতুন নামে নতুন দেশ হয়নি। নতুন বাংলাদেশ মানে, যে দেশে নারীরা নিরাপদ থাকবে, মানুষ না খেয়ে থাকবে না, বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ভোট দেয়ার অধিকার থাকবে। আমজনতার দলের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান বলেন, স্বৈরাচারবিরোধী লড়াই হয়েছে হাসিনার পতনের পর একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে, স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়। নিজেদের রাজনৈতিক স্বার্থে এমন কোনো দাবি নিয়ে হাজির হবেন না যাতে দেশে আবারও বিশৃঙ্খলা তৈরি হয়। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে সংখ্যাগরিষ্ঠ দল স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের পক্ষে মত দিয়েছে। যদি জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চান, তাহলে সংখ্যাগরিষ্ঠের মতামতকে প্রাধান্য দিতে হবে। আগে স্থানীয় নির্বাচন আয়োজন মানে স্বৈরাচার হাসিনার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের পুনর্বাসন, পতিত আওয়ামী লীগের টাকার খেলা। আর এর মধ্য দিয়ে আবারও আওয়ামী সন্ত্রাসীরা সারা দেশ দাপিয়ে বেড়াবে। নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সংগঠক মাহবুব আলীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ডাকসুর সাবেক জিএস মোস্তাক আহমেদসহ গণতন্ত্র মঞ্চ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স