ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের

ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ১২:৫৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ১২:৫৬:৩১ পূর্বাহ্ন
ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় উপমহাদেশের প্রখ্যাত মরমি কবি ও সাধক ফকির লালন সাঁইয়ের স্মরণোৎসব শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকালে। তবে প্রতি বছর তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন থাকলেও এ বছর রমজানের কারণে একদিনে শুধু আলোচনা সভা এবং বাউলদের আপ্যায়নের মধ্য দিয়ে সংক্ষিপ্তভাবে শেষ হবে এই উৎসব। এবার দর্শনার্থীদের জন্য থাকছে না সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমির আয়োজনে দর্শনার্থীদের জন্য কোনও উৎসব না থাকলেও সাধুসঙ্গ চলবে প্রচলিত রীতি অনুযায়ী। জানা গেছে, মরমি সাধক লালন শাহ তার জীবদ্দশায় দোল পূর্ণিমার রাতে শিষ্যদের নিয়ে কালীগঙ্গার তীরে সাধুসঙ্গে বসতেন। তারই ধারাবাহিকতায় লালন শাহের তিরোধানের পরও প্রতি বছর ফাল্গুন মাসের শেষ দিকে তার আখড়ায় দোলপূর্ণিমা উদযাপন করা হয়। এ উপলক্ষে দেশ-বিদেশ থেকে লাখো ভক্ত সেখানে জড়ো হন। অষ্টপ্রহরে গুরুকার্যের মধ্য দিয়ে শুরু হয় সাধুসঙ্গ। সরেজমিন দেখা যায়, দোল পূর্ণিমার উৎসব উপলক্ষে কয়েক দিন আগে থেকেই ছেঁউড়িয়ার আখড়ায় আসতে শুরু করেছেন ফকির লালন সাঁইয়ের ভক্তরা। কান পাতলেই শোনা যাচ্ছে লালনের গান। দলে দলে বিভক্ত বাদ্যযন্ত্রের তালে গান পরিবেশন করছেন তারা। স্মরণোৎসবে আসা লাল্টু সাধু বলেন, সারাবছর এই দিনের অপেক্ষায় থাকি। দোল উৎসবে দেশ-বিদেশের বাউল ও সাধুরা আখড়ায় আসেন। মিলনমেলা বসে। একে অপরের মধ্যে ভাব বিনিময় হয়। আখড়াবাড়ির ভারপ্রাপ্ত খাদেম মশিউর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুকার্যের মাধ্যমে শুরু হয় সাধুসঙ্গ। এরপর রাখাল সেবা, মধ্যরাতে অধিবাস, আজ শুক্রবার ভোররাতে বাল্য সেবা এবং দুপুরে পূর্ণসেবার মধ্য দিয়ে শেষ হবে বাউল ও ভক্তদের সাধুসঙ্গ। কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাজারসংলগ্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আগত বাউল সাধক, ভক্ত অনুরাগী এবং দর্শনার্থীদের সহযোগিতার জন্য গ্রামপুলিশ, স্বেচ্ছাসেবক দল এবং মেডিকেল টিম গঠন করা হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান বলেন, প্রতি বছর দোলপূর্ণিমা তিথিতে মরমি সাধক ফকির লালন সাঁইয়ের তিন দিনব্যাপী স্মরণোৎসব অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সাড়ম্বরে উদযাপন হয়ে থাকে। তবে এ বছর দোল পূর্ণিমা পবিত্র রমজান মাসে হওয়ায় স্মরণোৎসবে শুধু আলোচনা সভা এবং বাউল আপ্যায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও যথাযথ ভাব-গাম্ভীর্য রক্ষার্থে এ বছর বাউলদের মাগরিবের পরে এবং রাতে সেবা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য