ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা নতুন মোড় নিলো দিয়েগো জোতার মৃত্যু নেইমারের গোলে ফেরোভিয়ারিয়ার বিপক্ষে জয় পেলো সান্তোস শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল বন্যা তোমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল : লারা রুটের ব্যাটে ভর করে লড়ছে ইংল্যান্ড ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন ক্যাম্ফার বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে নেই শাপলা বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা

ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ১২:৩৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ১২:৩৪:০৭ অপরাহ্ন
ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে সায়ান নামে আড়াই মাস বয়সের চুরি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করেছে র??্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র??্যাব)। গত মঙ্গলবার রাতে ঢাকার গাজীপুর থেকে শিশুটিকে উদ্ধার করেন র??্যাবের একটি টিম। গতকাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম। তিনি জানান, চুরি হওয়ার পর থেকে শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ সারা দেশে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। অনেক চেষ্টার পর শিশুটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ৩-৪ জনকে আটকের কথা জানা গেছে। তবে আটকের বিষয়টি বিস্তারিতভাবে জানা সম্ভব হয়নি। এর আগে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশুওয়ার্ড থেকে আড়াই মাসের সায়ানকে চুরি করে নিয়ে যায় এক অজ্ঞাতপরিচয় নারী। শিশুটি ঠাকুরগাঁও জেলার ভুলি থানার মুন্সিরহাট গ্রামে শিমুল হোসেনের ছেলে। গত সোমবার সন্ধ্যায় ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবার জানায়, সায়ান ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হলে তাকে গত রোববার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সারা দিন এক অচেনা নারী শিশুটির পাশে থেকে তার যত্ন নেয় এবং বিভিন্নভাবে সহযোগিতা করে। সন্ধ্যায় শিশুটির মা হাসি (১৯) ও নানি (৪০) পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। ফিরে এসে তারা শিশুটিকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ঘটনার পরপরই ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি জানাজানি হলে রাতেই বিক্ষুব্ধ জনতা শিশুটিকে উদ্ধারের জন্য হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরদিন গত মঙ্গলবার সকালেও শিশুটিকে উদ্ধার ও হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধিসহ নানা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে সেখানে জেলা প্রশাসক ইসরাত ফারজানা গিয়ে শিক্ষার্থীদের দাবির কথা শোনেন এবং তার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ বন্ধ করেন। গাজীপুর থেকে উদ্ধার হওয়া শিশুটিকে আনতে ঠাকুরগাঁও পুলিশ প্রশাসন সায়ানের পরিবারের সদস্যদের নিয়ে রাতেই রওনা হয়েছে বলে জানান সায়ানের নানি পারভিন। শিশুটির বাবা শিমুল হোসেন বলেন, আমার সন্তানকে উদ্ধার করার জন্য পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য