ঢাকা , মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সফর হবে দু’দেশের জন্য মাইলফলক স্বাধীনতা পুরস্কার দেয়া হবে আজ স্বরূপকাঠির সুটিয়াকাঠি বলদিয়া সংযোগ সেতুর বেহাল দশা ভারত থেকে এলো সাড়ে ১১ হাজার মেট্রিক টন চাল সাতক্ষীরায় গাছে ঝুলছিল যুবকের লাশ শেখ হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন- রিজভী শিক্ষার্থীসহ সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য মাদারীপুরে শ্রমিকদলের একাংশের সভাপতিকে কুপিয়ে হত্যা রাজধানীতে ছিনতাই চাঁদাবাজি অনেকাংশে কমে গেছে : ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি নাহিদের ঐকমত্য কমিশনে প্রস্তাবনা জমা দিয়েছে নেজামে ইসলাম পার্টি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কারো হস্তক্ষেপ কাম্য নয়- সারজিস ছাত্রনেতারা আগ্রহ নিয়ে তার কাছে গিয়েছিলেন : নুর বর্জ্য পৃথকীকরণ কর্মসূচি গ্রহণ করা হবে-পরিবেশ উপদেষ্টা বিপর্যয়ে ট্রাভেল এজেন্সি খাত সেনাবাহিনীকে বিতর্কিত না করার আহ্বান জাতীয় পার্টি মহাসচিবের একনেকে ২১ হাজার ১৩৯ কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন জনগণের ইস্যুগুলো নিয়ে কথা বলা উচিত এটাই রাজনীতি-তারেক রহমান ৭১ ও ২৪ এক কাতারে রাখায় দ্বিমত বিএনপির টিক চিহ্ন নয়, সংস্কারের উপযুক্ত পদ্ধতি আলোচনা

ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ১২:৩৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ১২:৩৪:০৭ অপরাহ্ন
ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে সায়ান নামে আড়াই মাস বয়সের চুরি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করেছে র??্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র??্যাব)। গত মঙ্গলবার রাতে ঢাকার গাজীপুর থেকে শিশুটিকে উদ্ধার করেন র??্যাবের একটি টিম। গতকাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম। তিনি জানান, চুরি হওয়ার পর থেকে শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ সারা দেশে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। অনেক চেষ্টার পর শিশুটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ৩-৪ জনকে আটকের কথা জানা গেছে। তবে আটকের বিষয়টি বিস্তারিতভাবে জানা সম্ভব হয়নি। এর আগে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশুওয়ার্ড থেকে আড়াই মাসের সায়ানকে চুরি করে নিয়ে যায় এক অজ্ঞাতপরিচয় নারী। শিশুটি ঠাকুরগাঁও জেলার ভুলি থানার মুন্সিরহাট গ্রামে শিমুল হোসেনের ছেলে। গত সোমবার সন্ধ্যায় ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবার জানায়, সায়ান ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হলে তাকে গত রোববার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সারা দিন এক অচেনা নারী শিশুটির পাশে থেকে তার যত্ন নেয় এবং বিভিন্নভাবে সহযোগিতা করে। সন্ধ্যায় শিশুটির মা হাসি (১৯) ও নানি (৪০) পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। ফিরে এসে তারা শিশুটিকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ঘটনার পরপরই ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি জানাজানি হলে রাতেই বিক্ষুব্ধ জনতা শিশুটিকে উদ্ধারের জন্য হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরদিন গত মঙ্গলবার সকালেও শিশুটিকে উদ্ধার ও হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধিসহ নানা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে সেখানে জেলা প্রশাসক ইসরাত ফারজানা গিয়ে শিক্ষার্থীদের দাবির কথা শোনেন এবং তার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ বন্ধ করেন। গাজীপুর থেকে উদ্ধার হওয়া শিশুটিকে আনতে ঠাকুরগাঁও পুলিশ প্রশাসন সায়ানের পরিবারের সদস্যদের নিয়ে রাতেই রওনা হয়েছে বলে জানান সায়ানের নানি পারভিন। শিশুটির বাবা শিমুল হোসেন বলেন, আমার সন্তানকে উদ্ধার করার জন্য পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য