ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা
ময়মনসিংহ মেডিকেল

ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ১১:৫২:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ১১:৫২:১৬ পূর্বাহ্ন
ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের কক্ষে তালা দিয়ে চিকিৎসকরা ধর্মঘট পালন করায় চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন চরম বিপাকে। আউটডোরে টিকিট কেটেও চিকিৎসাসেবা না নিতে পেরে বিক্ষোভ প্রদর্শন করেছেন রোগী ও স্বজনরা। গতকাল বুধবার সকাল থেকেই যথারীতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা আউটডোরে এসে চিকিৎসাসেবা বন্ধ করে দিয়ে কর্মরত চিকিৎসকদের ধর্মঘটে যেতে বাধ্য করেন। পরে আউটডোরের চিকিৎসকরা কক্ষে তালা দিয়ে ধর্মঘট পালন করেন। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীরা টিকিট কেটেও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন। কিশোরগঞ্জ থেকে আসা রোগীর স্বজন শফিকুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে আসমা। পেটের ব্যথা কারণে আউটডোরে শিশু বিভাগে টিকিট কেটেছি ডাক্তার দেখানোর জন্য। কিন্তু বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অপেক্ষা করেও ডাক্তার দেখাতে পারিনি। কর্মরত চিকিৎসকরা রুমে তালা ঝুলিয়ে দিয়ে বাইরে চলে গেছেন। মেয়ে এখন ব্যথায় কাতরাচ্ছে। তাকে নিয়ে কোথায় যাবো ভেবে পাচ্ছি না। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে আসা রোগী স্বপন মিয়া বলেন, আমার পেটের ব্যথা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোরে এসেছিলাম ডাক্তার দেখানোর জন্য। ১০ টাকা দিয়ে টিকিটও কিনেছি। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও ডাক্তার দেখাতে পারেনি। এখন বেশি টাকা খরচ করে প্রাইভেট হাসপাতালে বা ক্লিনিকে গিয়ে ডাক্তার দেখাতে হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনুদ্দিন খান জানান, সকাল থেকেই ডাক্তাররা যথারীতি চিকিৎসাসেবা দিয়ে আসছিল। বেলা ১১টার পর হাসপাতালের আউটডোরে আন্দোলনরত শিক্ষার্থীরা গিয়ে ডাক্তারদের কর্মবিরতিতে যেতে বলেন। এরপর থেকে অনেক ডাক্তার রোগী দেখা বন্ধ রেখেছিল। তবে হাসপাতালে অন্যান্য সেবা স্বাভাবিক আছে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ