ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আপনি বললেই তো নির্বাচন হবে না এক কোটি বিশ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি বরাদ্দ গিলে খেয়েছেন প্রধান শিক্ষক ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় জাগরণ চান বিশিষ্টজনরা বিমান কর্মচারী ফয়েজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঢাকা-১৬ আসনে নতুন ৪ ওয়ার্ড সংযুক্তির আবেদন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার গাইবান্ধায় রাতের আঁধারে দুর্গা প্রতিমায় আগুন ভাইরাল বাবার ভালোবাসায় কাঁদছে-হাসছে অনেকে রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় দু’জন আহত জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়কÑ রিজভী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া
অনলাইনে আবেদন শুরু ২৬ মে

জিপিএ’র ভিত্তিতে কলেজে ভর্তি

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৪ ০২:২৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৪ ০২:২৮:৪৭ অপরাহ্ন
জিপিএ’র ভিত্তিতে কলেজে ভর্তি জিপিএ’র ভিত্তিতে কলেজে ভর্তি
* কলেজে সর্বমোট আসন ২৫ লাখ
* মোট পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার
* ৮ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
* নটরডেম ও হলিক্রসে ভর্তি পরীক্ষা হবে

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারো এসএসসিতে প্রাপ্ত জিপিএর ভিত্তিতেই কলেজে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরাআর ভর্তির জন্য কলেজ বাছাইয়ে অনলাইনে আবেদন শুরু হবে আগামী ২৬ মেএ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে শিগগিরই বিজ্ঞপ্তি জারি করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডএ দিকে গত রোববার এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশের এর শিক্ষার্থীদের এখন একটাই লক্ষ্য ভালো ও পছন্দের কলেজে ভর্তিসংশ্লিষ্টরা জানান, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের পর এবার একাদশে ভর্তির অপেক্ষায় শিক্ষার্থীরাদু-এক দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে শিক্ষাবোর্ডগুলোঢাকা বোর্ডের সূত্রে জানা যায়, একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হবে ২৬ মেতিন ধাপে আবেদন নেয়া হবেএবারো অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদেরএ বছর কলেজে ভর্তির জন্য নির্ধারণ করা হয়েছে কলেজ ভেদে ভর্তি ফিযদিও প্রতি বছরের মতো এবারো খ্র্ষ্টিান মিশনারি কলেজগুলোতে ভর্তি পরীক্ষার মাধ্যমেই একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবেএর মধ্যে নটরডেম ও হলিক্রস কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবেশিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, আগামী ২৬ মে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারেএ প্রক্রিয়া চলতে পারে ১১ জুন পর্যন্ততবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়দু-এক দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারেঅন্য দিকে ঢাকা বোর্ড সূত্রে জানা যায়, রাজধানীর কলেজগুলোতে এ বছর ভর্তি ফি সর্বোচ্চ ৭৫০০ টাকা আর ইংরেজি মাধ্যমে ৮৫০০ টাকাঢাকা বাদে অন্য মেট্রোপলিটন এরিয়াতে ৫ হাজার, জেলা শহরে ৩ হাজার এবং উপজেলায় আড়াই হাজার টাকাএটা সর্বোচ্চ ভর্তি ফিগত সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এবার সব কলেজ মিলে ২৫ লাখ আসন থাকলেও পাস করেছে ১৬ লাখ ৭২ হাজারসে হিসাবে ৮ লাখের বেশি আসন খালি থাকবেতবে ভালো কলেজগুলোয় ভর্তির প্রতিযোগিতা হবেভর্তির বিষয়ে দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবেউল্লেখ্য চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থীএর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জনএক লাখ ৮২ হাজার ১৩২ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশপাস করা এসব শিক্ষার্থীর ভর্তির জন্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় একাদশ শ্রেণীতে আসন রয়েছে প্রায় ২৫ লাখসংশ্লিষ্টদের তথ্য বলছে, এসএসসিতে পাস করা সবাই একাদশ শ্রেণীতে ভর্তি হলেও আট লাখ ২৭ হাজারের বেশি আসন ফাঁকা থাকবেতবে এসব শিক্ষার্থীর বিশেষ করে জিপিএ ৫ পেয়ে পাস করা শিক্ষার্থীদের ভালো কলেজগুলোয় ভর্তির প্রতিযোগিতা হবেফলে ভর্তির ক্ষেত্রে মূল প্রতিযোগিতা থাকবে এসব প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করেঅবশ্য এর আগে প্রকাশিত বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যও বলছে, সারা দেশে একাদশ শ্রেণীতে আসন রয়েছে ২৫ লাখএর মধ্যে রাজধানীতেই রয়েছে ৫ লাখের বেশি আসনএবার মাধ্যমিকে ১১টি বোর্ড মিলে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জনসে হিসাবেও অন্তত আট লাখের বেশি আসন খালি থেকে যাবেসূত্র জানায় খ্রিষ্টান মিশনারি পরিচালিত কলেজগুলো বিশেষ সুবিধা পাওয়ায় তারা লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করবে
একাদশে গ্রুপ নির্বাচন
বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেনমানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণরা এ দুই গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেনদাখিল উত্তীর্ণ বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি ও সাধারণ গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেনভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না, শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ