ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে গ্রেফতার ১১ গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ভূমিদস্যু ও জালিয়াতি সম্রাট আসলামের অবৈধ কর্মকাণ্ডে গোপন তদন্ত শুরু ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর পাঁচ বছর কারাদণ্ড জটিল রোগে ৩ লাখ টাকা পাবেন সরকারি কর্মচারীরা আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের বিচার শুরু

যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১০:৩৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১০:৩৯:৫৮ অপরাহ্ন
যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন
ইউক্রেনকে আবারো সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। রাশিয়ার সাথে সংঘাতে ৩০ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে ইউক্রেন রাজি হওয়ার পর যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিল। গত মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে দেশ দুটি জানিয়েছে এমন তথ্য।  খবর রয়টার্সের।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার কাছে প্রস্তাবটি নিয়ে যাবে এবং বল এখন মস্কোর কোর্টে। তিনি বলেন, আমাদের আশা, রাশিয়ানরা যত তাড়াতাড়ি সম্ভব ‘হ্যাঁ’ বলবেন। যাতে আমরা এর দ্বিতীয় পর্যায়ে যেতে পারি, যা মূল আলোচনা। সৌদি আরবের জেদ্দায় আট ঘন্টারও বেশি সময় ধরে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করে রুবিও সাংবাদিকদের এসব বলেন। তিনি বলেন, ওয়াশিংটন যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সাথেই একটি পূর্ণাঙ্গ চুক্তি চায়। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, তিনি একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে তিনি এবং তার কূটনীতিকরা বারবার বলেছেন, তারা যুদ্ধবিরতির বিরুদ্ধে এবং এমন একটি চুক্তি চাইবেন যা রাশিয়ার ‘দীর্ঘমেয়াদী নিরাপত্তা’ রক্ষা করে। পুতিন আঞ্চলিক ছাড়ের বিষয়টিও প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার দাবিকৃত এবং আংশিকভাবে নিয়ন্ত্রিত চারটি অঞ্চল থেকে সম্পূর্ণরূপে সরে যেতে হবে। গত মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, তিনি দ্রুত যুদ্ধবিরতির আশা করছেন এবং এই সপ্তাহেই তিনি পুতিনের সাথে কথা বলবেন বলে মনে করেন। তিনি বলেন, আমি আশা করি এটি আগামী কয়েক দিনের মধ্যে হয়ে যাবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া সম্মত হওয়ার সাথে সাথেই যুদ্ধবিরতি কার্যকর হবে। চুক্তি কার্যকর হলে এই ৩০ দিনের মধ্যে নির্ভরযোগ্য শান্তি এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য আলোচনা করতে প্রস্তুত হওয়া যাবে বলেও জানান জেলেনস্কি। এর আগে হোয়াইট হাউজের বৈঠকে ট্রাম্পের সাথে জেলেনস্কির বাগ্বিতণ্ডা হওয়ার পর দু’দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। পরে ইউক্রেনকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেয়া স্থগিত করে যুক্তরাষ্ট্র।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স