ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন ঢাকা মেডিকেলের আউটডোরে চিকিৎসা বন্ধ পোশাক রফতানিতে প্রবৃদ্ধির রেকর্ড ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিমুখী চিকিৎসকদের পদযাত্রায় বাধা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিলো পুলিশ

যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১০:৩৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১০:৩৯:৫৮ অপরাহ্ন
যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন
ইউক্রেনকে আবারো সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। রাশিয়ার সাথে সংঘাতে ৩০ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে ইউক্রেন রাজি হওয়ার পর যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিল। গত মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে দেশ দুটি জানিয়েছে এমন তথ্য।  খবর রয়টার্সের।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার কাছে প্রস্তাবটি নিয়ে যাবে এবং বল এখন মস্কোর কোর্টে। তিনি বলেন, আমাদের আশা, রাশিয়ানরা যত তাড়াতাড়ি সম্ভব ‘হ্যাঁ’ বলবেন। যাতে আমরা এর দ্বিতীয় পর্যায়ে যেতে পারি, যা মূল আলোচনা। সৌদি আরবের জেদ্দায় আট ঘন্টারও বেশি সময় ধরে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করে রুবিও সাংবাদিকদের এসব বলেন। তিনি বলেন, ওয়াশিংটন যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সাথেই একটি পূর্ণাঙ্গ চুক্তি চায়। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, তিনি একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে তিনি এবং তার কূটনীতিকরা বারবার বলেছেন, তারা যুদ্ধবিরতির বিরুদ্ধে এবং এমন একটি চুক্তি চাইবেন যা রাশিয়ার ‘দীর্ঘমেয়াদী নিরাপত্তা’ রক্ষা করে। পুতিন আঞ্চলিক ছাড়ের বিষয়টিও প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার দাবিকৃত এবং আংশিকভাবে নিয়ন্ত্রিত চারটি অঞ্চল থেকে সম্পূর্ণরূপে সরে যেতে হবে। গত মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, তিনি দ্রুত যুদ্ধবিরতির আশা করছেন এবং এই সপ্তাহেই তিনি পুতিনের সাথে কথা বলবেন বলে মনে করেন। তিনি বলেন, আমি আশা করি এটি আগামী কয়েক দিনের মধ্যে হয়ে যাবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া সম্মত হওয়ার সাথে সাথেই যুদ্ধবিরতি কার্যকর হবে। চুক্তি কার্যকর হলে এই ৩০ দিনের মধ্যে নির্ভরযোগ্য শান্তি এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য আলোচনা করতে প্রস্তুত হওয়া যাবে বলেও জানান জেলেনস্কি। এর আগে হোয়াইট হাউজের বৈঠকে ট্রাম্পের সাথে জেলেনস্কির বাগ্বিতণ্ডা হওয়ার পর দু’দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। পরে ইউক্রেনকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেয়া স্থগিত করে যুক্তরাষ্ট্র।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স