ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা

বিপরীতমুখী অবস্থানে ভারত-যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১০:৩৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১০:৩৬:১১ অপরাহ্ন
বিপরীতমুখী অবস্থানে ভারত-যুক্তরাষ্ট্র
মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক কমানোর কোনো ‘প্রতিশ্রুতি দেয়া হয়নি’ বলে জানিয়েছে ভারত। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, নয়াদিল্লি ‘তাদের শুল্ক অনেক কমাতে’ সম্মত হয়েছে। এদিকে দুই পক্ষের এমন বিপরীতমুখী বক্তব্য ও অবস্থানে দেশ দুটির সম্পর্কে প্রভাব ফেলবে কি না, তা নিয়েও চলছে আলোচনা।
গত মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে ক্ষমতাগ্রহণের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই, ট্রাম্প বিশ্ব বাণিজ্যকে ওলট-পালট করে দিয়েছেন, ‘টার্গেট’ করেছেন বন্ধু-শত্রু উভয়কেই। তিনি সব বাণিজ্য অংশীদারদের ‘অন্যায্য’ আচরণের জন্য দোষারোপ করেছেন এবং আগামী মাস থেকে ভারতসহ অনেক দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর মধ্যেই, গত সপ্তাহে ট্রাম্প আবারও ভারতের ‘ব্যাপক শুল্ক’-এর সমালোচনা করেন। বলেন, আপনি ভারতে কিছু বিক্রি করতে পারবেন না। এটি প্রায় অসম্ভব। ট্রাম্প আরও বলেন, তারা (ভারত) একমত হয়েছে, যাইহোক, তারা এখন তাদের শুল্ক অনেক কমাতে চায়। কারণ কেউ অবশেষে তাদের কৃতকর্মের বিষয়টি প্রকাশ করছে। কিন্তু ভারত সরকার একটি সংসদীয় প্যানেলকে জানিয়েছে, এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোনো প্রতিশ্রুতি দেয়া হয়নি। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া গত মঙ্গলবার এ খবর জানায়। এতে আরও বলা হয়, ভারত সরকার ‘মার্কিন প্রেসিডেন্টের বারবার উত্থাপিত সমস্যাটি সমাধানের জন্য সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে’। ভারতের বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল বলেছেন, তাৎক্ষণিক শুল্ক সমন্বয়ের পরিবর্তে দীর্ঘমেয়াদী বাণিজ্য সহযোগিতায় জোর দিয়ে, পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ভারতের এসব বক্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানা যায়নি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ