ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশে অনিবন্ধিত কারখানা প্রতিষ্ঠান প্রায় দেড় লাখ ডিআরইউতে জনশক্তি রফতানিকারকদের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকছে রাজস্ব বোর্ড বিলুপ্তির কারণে অচলাবস্থা নিরসনের দাবি সিএন্ডএফ এসোসিয়েশনের রাখাইনে করিডোর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে- কাদের গনি চৌধুরী ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির এস আলমসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন রপ্তানি বহুমুখীকরণে নানা বাধা, বিপর্যয়ের শঙ্কা পাকিস্তানের হামলায় ভারতের সীমান্তে ১০ হাজারেরও বেশি বাড়ি ধ্বংস ক্যানসারে আক্রান্ত বাইডেন গাজায় আরও দেড় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেয়ার খবর সত্য নয়: মার্কিন দূতাবাস আলোচনায় বসবে পাকিস্তান, চীন ও আফগানিস্তান রিয়াল বেতিসের বিপক্ষে দাপুটে জয় পেলো অ্যাতলেতিকো সেভিয়ার সাথে জয় পেলো রিয়াল ভিয়ারিয়ালের কাছে হারের স্বাদ পেলো বার্সা আইপিএলে ডাক পেলেন মুজারাবানি এশিয়া কাপে থেকে নাম প্রত্যাহারের খবর অস্বীকার করলো বিসিসিআই পিএসএল খেলার জন্য এনওসি পেলেন মিরাজ এবার লাহোরে ডাক পেলেন মিরাজ

বিপরীতমুখী অবস্থানে ভারত-যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১০:৩৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১০:৩৬:১১ অপরাহ্ন
বিপরীতমুখী অবস্থানে ভারত-যুক্তরাষ্ট্র
মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক কমানোর কোনো ‘প্রতিশ্রুতি দেয়া হয়নি’ বলে জানিয়েছে ভারত। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, নয়াদিল্লি ‘তাদের শুল্ক অনেক কমাতে’ সম্মত হয়েছে। এদিকে দুই পক্ষের এমন বিপরীতমুখী বক্তব্য ও অবস্থানে দেশ দুটির সম্পর্কে প্রভাব ফেলবে কি না, তা নিয়েও চলছে আলোচনা।
গত মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে ক্ষমতাগ্রহণের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই, ট্রাম্প বিশ্ব বাণিজ্যকে ওলট-পালট করে দিয়েছেন, ‘টার্গেট’ করেছেন বন্ধু-শত্রু উভয়কেই। তিনি সব বাণিজ্য অংশীদারদের ‘অন্যায্য’ আচরণের জন্য দোষারোপ করেছেন এবং আগামী মাস থেকে ভারতসহ অনেক দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর মধ্যেই, গত সপ্তাহে ট্রাম্প আবারও ভারতের ‘ব্যাপক শুল্ক’-এর সমালোচনা করেন। বলেন, আপনি ভারতে কিছু বিক্রি করতে পারবেন না। এটি প্রায় অসম্ভব। ট্রাম্প আরও বলেন, তারা (ভারত) একমত হয়েছে, যাইহোক, তারা এখন তাদের শুল্ক অনেক কমাতে চায়। কারণ কেউ অবশেষে তাদের কৃতকর্মের বিষয়টি প্রকাশ করছে। কিন্তু ভারত সরকার একটি সংসদীয় প্যানেলকে জানিয়েছে, এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোনো প্রতিশ্রুতি দেয়া হয়নি। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া গত মঙ্গলবার এ খবর জানায়। এতে আরও বলা হয়, ভারত সরকার ‘মার্কিন প্রেসিডেন্টের বারবার উত্থাপিত সমস্যাটি সমাধানের জন্য সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে’। ভারতের বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল বলেছেন, তাৎক্ষণিক শুল্ক সমন্বয়ের পরিবর্তে দীর্ঘমেয়াদী বাণিজ্য সহযোগিতায় জোর দিয়ে, পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ভারতের এসব বক্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানা যায়নি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির

ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির