ঢাকা , বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পুলিশের জন্য বিপুলসংখ্যক গাড়ি কেনার উদ্যোগ ১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না আবাসন ব্যবসায়ীদের দুর্দিন কাটছে না যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন আলোচনায় বসবো না যা ইচ্ছা করুন মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে কিল সুইচ সংঘাত থেকে বাঁচতে লেবাননে পালাচ্ছেন সিরীয়রা ইউক্রেনের পর ৩ দেশে হামলা করবেন পুতিন বিপরীতমুখী অবস্থানে ভারত-যুক্তরাষ্ট্র নিহত ২৭ সশস্ত্র হামলাকারী উদ্ধার ১৫৫ যাত্রী অনুপ্রবেশে ৫ বছর কারাদণ্ড লিভারপুলকে কাঁদিয়ে কোয়ার্টারে পিএসজি লেভারকুজেনের সাথে জয় পেলো বায়ার্ন বেনফিকার বিপক্ষে সহজ জয় পেলো বার্সা আফগানিস্তান সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড জানা গেলো যে জন্য কেন্দ্রীয় চুক্তিতে নেই শামীম তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি, বড়ো ব্যবধানে জয় পেলো মোহামেডান কোন ম্যাচ না খেলেই দেশে ফিরছে বাংলাদেশ টাইগার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফগানিস্তানকে নিষিদ্ধের আহ্বান রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব
অভিবাসন রোধে কঠোর ভারত

অনুপ্রবেশে ৫ বছর কারাদণ্ড

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১০:৩৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১০:৩৩:১১ অপরাহ্ন
অনুপ্রবেশে ৫ বছর কারাদণ্ড
ভারতের লোকসভায় অভিবাসন ও বিদেশী বিল, ২০২৫ উত্থাপন করেছে কেন্দ্রীয় সরকার। গত মঙ্গলবার উত্থাপিত এই বিলে জাতীয় নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিরাপত্তা হুমকি সৃষ্টির জন্য কঠোর শাস্তি আরোপ করার কথা বলা হয়েছে। অবৈধভাবে দেশটিতে প্রবেশ করলে এই বিলে প্রস্তাব করা হয়েছে ৫ বছর কারাদণ্ড ও ৫ লাখ রুপি অর্থদণ্ড।
বিলে স্পষ্ট বলা হয়েছে, ভারতের অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ কোনও বিদেশীকে প্রবেশ বা থাকার অনুমতি দেওয়া হবে না। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিদের বিনা পরোয়ানায় গ্রেফতার করার ক্ষমতা ইমিগ্রেশন অফিসারদের থাকবে। বিলে আরও প্রস্তাব করা হয়, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং নার্সিং হোমের মতো প্রতিষ্ঠানে থাকা বিদেশী নাগরিকদের তথ্য অভিবাসন কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রস্তাবিত এই বিল লঙ্ঘনে কঠোর শাস্তির সুপারিশ করে বলা হয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫ লাখ রুপি অর্থদণ্ড করা হবে। জাল কাগজপত্র ব্যবহার করলে দুই থেকে সাত বছরের কারাদণ্ডের সঙ্গে এক থেকে ১০ লাখ রুপি অর্থদণ্ডের প্রস্তাব করা হয়েছে। এছাড়া, ভারতীয় ভিসার শর্ত লঙ্ঘন বা অতিরিক্ত সময় ধরে অবস্থান করলে তিন বছরের কারাদণ্ড এবং ৩ লাখ রুপি জরিমানা করা হবে। বৈধ কাগজপত্র ছাড়া বিদেশীদের পরিবহন করলে ৫ লাখ রুপি জরিমানা এবং বাহন জব্দ করা হবে। বিলটি উপস্থাপন করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই স্পষ্ট করে বলেছেন,এই প্রস্তাবের উদ্দেশ্য ভারতে বিদেশিদের আগমন নিরুৎসাহিত করা নয়। বরং অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা বিদেশিদের স্বাগত জানাই। তবে তাদের অবশ্যই অভিবাসন আইন মেনে চলতে হবে। ভারতের অর্থনৈতিকভাবে উন্নতির সাথে সাথে, আমরা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স