ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আপনি বললেই তো নির্বাচন হবে না এক কোটি বিশ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি বরাদ্দ গিলে খেয়েছেন প্রধান শিক্ষক ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় জাগরণ চান বিশিষ্টজনরা বিমান কর্মচারী ফয়েজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঢাকা-১৬ আসনে নতুন ৪ ওয়ার্ড সংযুক্তির আবেদন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার গাইবান্ধায় রাতের আঁধারে দুর্গা প্রতিমায় আগুন ভাইরাল বাবার ভালোবাসায় কাঁদছে-হাসছে অনেকে রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় দু’জন আহত জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়কÑ রিজভী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া

লেভারকুজেনের সাথে জয় পেলো বায়ার্ন

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১০:২১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১০:২১:০৪ অপরাহ্ন
লেভারকুজেনের সাথে জয় পেলো বায়ার্ন
গত মৌসুমে বেয়ার লেভারকুজেনের কাছে বুন্দেসলিগা শিরোপা খোয়ানোটা অহংয়ে লেগেছিল বায়ার্ন মিউনিখের। এবার অবশ্য জার্মান লিগে বেশ এগিয়েই আছে বাভারিয়ানরা, তবে লিগ শিরোপা নিশ্চিত হতে আরও মাস দেড়েক লাগবে কমপক্ষে। এদিকে এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো যখন ড্র হলো, তখন সম্ভবত সবচেয়ে বেশি খুশি ছিল ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন। অবশেষে তারা একটা দারুণ সুযোগ পেল লেভারকুজেনের বিপক্ষে পুরোনো হিসেব চুকানোর। দুই জার্মান ক্লাবের শেষ ষোলোর মহারণ অবশ্য প্রথম লেগেই কিছুটা রফাদফা হয়ে যায়। ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ এরিনাতে ৩-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠা অনেকটাই নিশ্চিত করে রাখে বায়ার্ন। গত মঙ্গলবার দিবাগত রাতে ফিরতি লেগে লেভারকুজেনকে ২-০ গোলে হারিয়ে অ্যাগ্রিগেটে ৫-০ ব্যবধানে শেষ আটে উঠার আনুষ্ঠানিকতা সারল বায়ার্ন। লেভারকুজেনের মাঠ বে এরিনাতে প্রথমার্ধ গোল শূন্য কাটে। বিরতির পর ম্যাচের ৫২তম মিনিটে গিয়ে গোল ক্ষরা কাটান ইংলিশ সুপারস্টার হ্যারি কেইন। ম্যাচের ৭১ মিনিটে আলফানসো ডেভিস যে গোলটি করলেন, সেখানেও অ্যাসিস্ট ছিল কেইনেরই। মূলত তার বানিয়ে দেয়া বলে এক টাচেই লেভারকুজেনের জালে জড়ান ডেভিস। এই ম্যাচে কেইন গোল করে বনে যান প্রথম ইংলিশ ফুটবলার, যিনি ইউরোপিয়ান প্রতিযোগিতায় এক মৌসুমে ১০ গোল করার রেকর্ড গড়লেন। ইংল্যান্ডের অধিনায়ক এই মৌসুমে বায়ার্নের জার্সিতে ৩৬ ম্যাচে ইতিমধ্যেই করে ফেলেছেন ৩২ গোল ও ১১ অ্যাসিস্ট। ৩১ বছর বয়সী এই স্ট্রাইকারের প্রশংসায় পঞ্চমুখ বায়ার্ন ম্যানেজার। কোম্পানি বলেন বয়সের সঙ্গে ধার বেড়েই যাচ্ছে কেইনের, ‘এটা সাহায্য করে যখন আপনার কাছে এমন একজন শীর্ষ খেলোয়াড় থাকে, যে কিনা প্রয়োজনে একদম তরুণ খেলোয়াড়ের মতো দৌড়ায় এবং লড়াই করতে চায়। খেলোয়াড় হিসেবে আমি তার (কেইন) বিপক্ষে খেলেছি। বয়সের সঙ্গে আরও পরিণত হয়েছে সে।’ বায়ার্নে যোগ দেওয়ার এখনও দুই বছর পুর্তি হয়নি কেইনের। এর মাঝেই করে ফেলেছেন ৭৬ গোল ও ২৩ অ্যাসিস্ট। তাই তো জার্মান ক্লাবটির ৩৮ বছর বয়সী বেলজিনা কোচ জানালেন তার অগাধ বিশ্বাস আছে কেইনের উপর। কোম্পানি বলেন, ‘পারফরম্যান্স নিয়ে কাজ করার জন্য তার নিজস্ব একটা উপায় আছে। আমি তার ধারাবাহিকতায় বিশ্বাস করি। একই সাথে বিশ্বাস করি তার খেলার প্রতি ও কাজের প্রতি।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ