২০২৫ সালে আফগানিস্তানের বিপক্ষে একাধিক ফরম্যাটের সিরিজ খেলার বিষয়টি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। ব্যস্ত গ্রীষ্মের সূচিতে ইংল্যান্ডের ছেলেদের দল এবং জিম্বাবুয়ের নারী দলের আয়ারল্যান্ড সফর করার কথা রয়েছে। ফলে আর্থিক কারণে বাতিল করা হয়েছে আফগানিস্তানের আয়ারল্যান্ড সফর। ২০২৫ সালের ঘরোয়া সূচি প্রকাশ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। যেখানে ৯-১৮ এপ্রিলের মধ্যে নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, থাইল্যান্ড এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে। আয়ারল্যান্ডের পুরুষ দল ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে মে এবং জুন মাসে। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড। সেই সিরিজ শেষে সেপ্টেম্বরে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে ইংল্যান্ড। সেই সিরিজে আছে তিন ম্যাচ। ফিউচার ট্যুর প্রোগ্রামস (এফটিপি) অনুযায়ী, আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ১ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। আফগানিস্তানের সাথে সিরিজ না খেলার ক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড রাজনৈতিক কারণ দেখালেও আয়ারল্যান্ড দেখিয়েছে কেবলই আর্থিক কারণ। ক্রিকেট আয়ারল্যান্ডের সিইও ওয়ারেন ডিউট্রোম জানিয়েছেন, ‘একটি সিরিজ হবে না আর্থিক কারণে সেটি হচ্ছে আফগানিস্তান সিরিজ। আমাদের স্বল্প মেয়াদে বাজেট ঘাটতির কারণে ম্যানেজমেন্ট থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বোর্ডের অন্যান্য প্রক্রিয়া এবং উদ্দেশ্যতেও আমাদের বিনিয়োগ করার দায়বদ্ধতা রয়েছে।’ ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্য দেশ হয়ে টেস্ট স্ট্যাটাস অর্জন করে আয়ারল্যান্ড। এরপর সর্বমোট ১০ টেস্ট খেলেছে তারা, এর মধ্যে ২টির আয়োজক ছিল। টেস্টে আয়ারল্যান্ডের প্রথম জয় এসেছে ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে। এরপর টানা দুই টেস্টে জিম্বাবুয়েকে হারিয়েছে আইরিশরা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

আফগানিস্তান সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড
- আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১০:২০:১৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১০:২০:১৪ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ