ঢাকা , বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পুলিশের জন্য বিপুলসংখ্যক গাড়ি কেনার উদ্যোগ ১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না আবাসন ব্যবসায়ীদের দুর্দিন কাটছে না যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন আলোচনায় বসবো না যা ইচ্ছা করুন মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে কিল সুইচ সংঘাত থেকে বাঁচতে লেবাননে পালাচ্ছেন সিরীয়রা ইউক্রেনের পর ৩ দেশে হামলা করবেন পুতিন বিপরীতমুখী অবস্থানে ভারত-যুক্তরাষ্ট্র নিহত ২৭ সশস্ত্র হামলাকারী উদ্ধার ১৫৫ যাত্রী অনুপ্রবেশে ৫ বছর কারাদণ্ড লিভারপুলকে কাঁদিয়ে কোয়ার্টারে পিএসজি লেভারকুজেনের সাথে জয় পেলো বায়ার্ন বেনফিকার বিপক্ষে সহজ জয় পেলো বার্সা আফগানিস্তান সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড জানা গেলো যে জন্য কেন্দ্রীয় চুক্তিতে নেই শামীম তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি, বড়ো ব্যবধানে জয় পেলো মোহামেডান কোন ম্যাচ না খেলেই দেশে ফিরছে বাংলাদেশ টাইগার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফগানিস্তানকে নিষিদ্ধের আহ্বান রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব

আফগানিস্তান সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১০:২০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১০:২০:১৪ অপরাহ্ন
আফগানিস্তান সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড
২০২৫ সালে আফগানিস্তানের বিপক্ষে একাধিক ফরম্যাটের সিরিজ খেলার বিষয়টি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। ব্যস্ত গ্রীষ্মের সূচিতে ইংল্যান্ডের ছেলেদের দল এবং জিম্বাবুয়ের নারী দলের আয়ারল্যান্ড সফর করার কথা রয়েছে। ফলে আর্থিক কারণে বাতিল করা হয়েছে আফগানিস্তানের আয়ারল্যান্ড সফর। ২০২৫ সালের ঘরোয়া সূচি প্রকাশ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। যেখানে ৯-১৮ এপ্রিলের মধ্যে নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, থাইল্যান্ড এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে। আয়ারল্যান্ডের পুরুষ দল ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে মে এবং জুন মাসে। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড। সেই সিরিজ শেষে সেপ্টেম্বরে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে ইংল্যান্ড। সেই সিরিজে আছে তিন ম্যাচ। ফিউচার ট্যুর প্রোগ্রামস (এফটিপি) অনুযায়ী, আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ১ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। আফগানিস্তানের সাথে সিরিজ না খেলার ক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড রাজনৈতিক কারণ দেখালেও আয়ারল্যান্ড দেখিয়েছে কেবলই আর্থিক কারণ। ক্রিকেট আয়ারল্যান্ডের সিইও ওয়ারেন ডিউট্রোম জানিয়েছেন, ‘একটি সিরিজ হবে না আর্থিক কারণে সেটি হচ্ছে আফগানিস্তান সিরিজ। আমাদের স্বল্প মেয়াদে বাজেট ঘাটতির কারণে ম্যানেজমেন্ট থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বোর্ডের অন্যান্য প্রক্রিয়া এবং উদ্দেশ্যতেও আমাদের বিনিয়োগ করার দায়বদ্ধতা রয়েছে।’ ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্য দেশ হয়ে টেস্ট স্ট্যাটাস অর্জন করে আয়ারল্যান্ড। এরপর সর্বমোট ১০ টেস্ট খেলেছে তারা, এর মধ্যে ২টির আয়োজক ছিল। টেস্টে আয়ারল্যান্ডের প্রথম জয় এসেছে ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে। এরপর টানা দুই টেস্টে জিম্বাবুয়েকে হারিয়েছে আইরিশরা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স