
ঢাকা প্রিমিয়ার লিগ
তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি, বড়ো ব্যবধানে জয় পেলো মোহামেডান
- আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১০:১৯:১১ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১০:১৯:১১ অপরাহ্ন


ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের খেলায় ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। একপেশে ম্যাচে দারুণ শতক হাঁকিয়েছেন তামিম ইকবাল। আগের ম্যাচেও শতক হাঁকিয়ে অপরাজিত ছিলেন মোহামেডানের অধিনায়ক। বিকেসএসপিতে আগে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতে ১৮৭ রানে অলআউট হয় ব্রাদার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান আসে ইমতিয়াজ হোসেনের ব্যাট থেকে। মোহামেডানের পক্ষে তাইজুল ইসলাম চারটি, আবু হায়দার রনি তিনটি ও মেহেদী হাসান মিরাজ দুটি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে শুরুতেই মেহেদী হাসান মিরাজকে হারিয়ে ফেলে মোহামেডান, তামিমের সাথে যিনি নেমেছিলেন উদ্বোধনী জুটিতে। দলীয় ৪ রানে মিরাজ বিদায় নিলে ক্রিজে নামেন মাহিদুল ইসলাম অঙ্কন। তামিমকে নিয়ে দেখেশুনে খেলে যান তিনি। আর কোনো উইকেট হারাতে হয়নি মোহামেডানকে। শেষপর্যন্ত ১৮৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে তামিম-অঙ্কন দলের জয় নিশ্চিত করেন ৩২.৫ ওভারে। ৯৬ বলে নয়টি চার ও চারটি ছক্কায় ১০৫ রান করে অপরাজিত থাকেন তামিম। ৯৬ বলে ৭৫ রান করা অঙ্কন হাঁকান ছয়টি চার ও তিনটি ছক্কা। মোহামেডান জেতে ৯ উইকেটে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ