ঢাকা , শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন আদালত গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন ফের আন্দোলনে যাবেন প্রাথমিকের শিক্ষকরা ঢাকায় তিন দিনব্যাপী থাইল্যান্ড উইক উদ্বোধন রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারী নিহত আলোচনা শেষ আগামী সপ্তাহে এরপর ডাকসু তফসিল সেপটিক ট্যাংকে মোবাইল ফোন তুলতে গিয়ে ৪ জনের মৃত্যু যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে আগুন শিশুসহ দগ্ধ ৩ ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ফেনীতে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত সীমান্ত দিয়ে তৃতীয় লিঙ্গের ১৯ জনকে পুশইন বিএসএফের চট্টগ্রামে ফ্ল্যাট থেকে নারীর ১১ টুকরো লাশ উদ্ধার জুনে সড়কে প্রাণ গেল ৭১১ জনের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু নির্বাচন প্রস্তুতির কাজ দ্রুত শেষ করার আহ্বান মির্জা ফখরুলের শতভাগ যাত্রী বহনের পরেও লোকসানে রেলওয়ে শেখ হাসিনাসহ ৩ জনের আনুষ্ঠানিক বিচার শুরু

শ্রম আইন সংশোধনে কিছু সিদ্ধান্ত হবে নীতি-নির্ধারণী পর্যায়ে : আইনমন্ত্রী

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৪ ০২:২২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৪ ০২:২২:৫৬ অপরাহ্ন
শ্রম আইন সংশোধনে কিছু সিদ্ধান্ত হবে নীতি-নির্ধারণী পর্যায়ে : আইনমন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক

আইএলওর সুপারিশ অনুযায়ী শ্রম আইন সংশোধনে কিছুকিছু বিষয়ে সিদ্ধান্ত নীতি-নির্ধারণী পর্যায়ে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকগতকাল মঙ্গলবার সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এ কথা বলেনএ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেনআইনমন্ত্রী বলেন, ‘আজ আমাদের আলোচনা শেষ হয়েছেআমরা শ্রম আইন সংশোধন করছিআন্তর্জাতিক শ্রম সংস্থা এ বিষয়ে কিছু সাজেশন দিতে চায়সাজেশনগুলো মূলত তারা এই কারণে দিতে চেয়েছিল, যে আইনটি হচ্ছে সেটি যাতে আরও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়আইএলওর কমিটি অব এক্সপার্টের সাজেশনগুলো যাতে নিষ্পত্তি হয়, সে বিষয়ে তাদের বক্তব্য ছিলতিনি বলেন, ‘আইএলওকে যে কো-অপারেশন সরকারের পক্ষ থেকে (দেওয়া হয়) সেটা আমরা চালিয়ে যেতে চাচ্ছিসেজন্যই মূলত আমরা তিন দিন ধরে সেটা (শ্রম আইনের খসড়া) এক্সারসাইজ করেছিএখানে মূলত কিছুকিছু ইস্যু, যেগুলো অ্যামেন্ডমেন্টে থাকার কথা বলেছেনআনিসুল হক বলেন, ‘শ্রম আইন সংশোধনের বিষয়ে কিছুকিছু বিষয়ে এসেছিল যেটি নীতি-নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত দিতে হবেসেটি আমি বলেছি নীতি-নির্ধারণ পর্যায়ে আলোচনার মাধ্যমে সেটার সিদ্ধান্ত হবেআমরা গ্রহণ করবো কি করবো না সেটার সিদ্ধান্ততিনি আরও বলেন, ‘কিছু কিছু বিষয় আছে ত্রিপক্ষীয় কমিটি সিদ্ধান্ত নেবেতাদের বক্তব্য নোট করেছি, তাদের বক্তব্য সেখানে তুলে ধরবোসেখানে আলোচনার মাধ্যমে আমাদের দেশের বাস্তবতায় গ্রহণযোগ্য হবে কি না, সে সিদ্ধান্ত আমরা নেবো’ ‘কিছু কিছু ইস্যু আছে, যেগুলো মনে হয়েছে গ্রহণযোগ্য, সেগুলো আমরা গ্রহণ করেছিএটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সে জন্য এ বিষয়ে আমি বিস্তারিত বলবো নাকারণ বিস্তারিত বলতে গেলে হয়তো আমি কোথাও ভুল করবো, সেজন্য আমি বলবো নাআইনমন্ত্রী আরও বলেন, ‘আমরা তিন দিন ধরে তাদের যে বক্তব্য সেটা শুনেছিসব ইস্যু নিয়ে বিশদভাবে আলোচনা করেছিমতবিনিময় করেছিআমার মনে হয়, এ রকম মতবিনিময়ের মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা শুধু স্টেক হোল্ডারদের জন্যই ভালো নয়, আমার মনে হয় এই আলোচনাটাই আন্তর্জাতিক মানের ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকবেআমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছেতিনি বলেন, ‘আইএলওর কমিটি অব এক্সপার্ট আমাদের আইনটা দেখেছেন, পড়েছেন, সেখানে তারা আন্তর্জাতিক মান নিয়ে কিছু সুপারিশ দিয়েছেনআনিসুল হক বলেন, ‘আমরা যে থ্রেডহোল্ড (ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষেত্রে শ্রমিকদের সম্মতির হার) ১৫ শতাংশে নিয়ে এসেছি, তারা এটির প্রশংসা করেছেনতারা চান এটা আরও কমে আসুকআমরা যে বাস্তবতার কথা বলেছি, আমরা ২০১৭ সালে কমিটমেন্ট দিয়েছিলাম, এটা আমরা ধীরে ধীরে নামাবোকমিটমেন্ট অনুযায়ী আমরা ধীরে ধীরে নামাচ্ছিতিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের উভয়ের পক্ষের অবস্থান পরিষ্কার হয়েছে এবং উভয় পক্ষই সে অবস্থা বুঝতে পেরেছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য