ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্থানীয়দের বাধায় পিছু হটলো বিএসএফ মৌলভীবাজারে সীমান্তে ১৫ জনকে ‘পুশইন’ বিএসএফের আমতলীতে দুই বছরে অর্ধশতাধিক দুর্ঘটনা নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে আইনজীবীর লাশ উদ্ধার আত্মসমর্পণ করে জামিন পেলেন চয়নিকা চৌধুরী রিমান্ড শেষে কারাগারে পলক ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন শেখ হাসিনাসহ ইসি কমিশনারদের বিরুদ্ধে মামলা সংস্কারের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে চায় ভাসানী অনুসারি পরিষদ ওসি আলিমের দখল ও ক্ষমতার অপব্যবহারের ভয়ঙ্কর তথ্য ফাঁস রাখাইনে মানবিক করিডোর প্রক্রিয়ায় চীন যুক্ত নয় : রাষ্ট্রদূত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-আহতদের ফ্ল্যাট দেবে সরকার সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে ক্ষুব্ধ ছাত্র-জনতা ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে বিনিয়োগে আগ্রহী জাইকা গ্যাস সরবরাহ নিশ্চিত হলে পোশাক শিল্পে ৫০ বিলিয়ন ডলার রফতানি সম্ভবÑ আইটিইটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা নিহত ৫ ৩ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসছে চট্টগ্রাম বন্দরে : আশিক চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মন্ত্রণালয় ঘেরাও
শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান

ধর্ষকের শাস্তি জনসম্মুখে করাসহ ৬ দাবি

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৩:২৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৩:২৬:৪৯ অপরাহ্ন
ধর্ষকের শাস্তি জনসম্মুখে করাসহ ৬ দাবি
ধর্ষকের শাস্তি জনসম্মুখে করাসহ ৬ দফা দাবি জানিয়েছেন রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শাহবাগে অবস্থান নিয়ে এই দাবি জানান তারা। পরে পুলিশের অনুরোধে আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নেন। মাগুরায় শিশু ধর্ষণহ সারা দেশে নারী নিপীড়নের প্রতিবাদে এবং অভিযুক্তদের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন শিক্ষার্থীরা। এ সময় একে একে রাজধানীর কমপক্ষে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে যোগ দেন। আস্তে আস্তে মিছিল ভারী হতে থাকে। তারা পুলিশকে কথা দিয়েছিলেন- শাহবাগ মোড়ে যাবেন না। জাদুঘরের সামনেই থাকবেন। সে অনুযায়ী জাদুঘরের আশপাশেসহ শাহবাগ এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে দুপুর দেড়টার দিকে পুলিশের চোখকে ফাঁকি দিয়েই আচমকা শাহাবাগ মোড়ে গিয়ে বসে পড়েন একদল শিক্ষার্থী। আর বাকিরা যানবাহন আটকিয়ে স্লোগান দিতে থাকেন। ২৪ এর বাংলাদেশে ধর্ষকের ঠাই নেই, আমার বোনের কান্না আর না আর না, সারা বাংলায় খবর দে ধর্ষকদের কবর দে, তুমি কে আমি কে আছিয়া আছিয়া, একটা একটা ধর্ষক ধর ধইরা ধইরা জবাই কর। ইন্টেরিম জবাব দে নইলে হাতে চুড়ি দে। এমন না না স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ সদস্যরা নানাভাবে বুঝিয়ে তাদেরকে শাহবাগ মোড় ত্যাগে রাজি করাতে সক্ষম হন। ১৫ মিনিট পর তারা জাদুঘরের সামনে ফিরে যান। তবে এর আগে ৬ দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী মো. নকীব সাদাত মাইকে শিক্ষার্থীদের নিবৃত করে বলেন- দেশে ধর্ষণের পরিমাণ অনেকটাই বেড়েছে। এ সরকারের কাছে আমাদের অনেক বড় প্রত্যাশা ছিল।কিন্ত আমরা দিন দিন আশাহত হচ্ছি। এ কারণে আমরা অবরোধ কর্মসূচি পালন করছি। সরকারের কাছে আমরা ছয়টি দাবি পেশ করছি। এগুলো অবিলম্বে মেনে নিতে হবে। আমাদের দাবিগুলো হচ্ছেÑ ১. ধর্ষকের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করতে হবে। যা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। ২. ধর্ষকদের বিরুদ্ধে সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে। ৩. যেকোনও ধর্ষণের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেপ্তার, মেডিকেল রিপোর্ট তৈরি করা এবং ভিকটিম ও সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নিশ্চিত করতে হবে। পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে যথাযথ প্রমাণের ভিত্তিতে ধর্ষকের ফাঁসি নিশ্চিত করতে হবে। এতে কোনও অসামঞ্জস্য থাকলে, সেটি গ্রহণযোগ্য হবে না। ধর্ষণ মামলার কার্যক্রম ত্বরান্বিত করতে ধর্ষিত নারী এবং পুরুষের স্পার্ম পরীক্ষা করার জন্য ল্যাবরেটরির সংখ্যা বাড়াতে হবে। ৪. ধর্ষণের বিচার সালিশের মাধ্যমে করা যাবে না। এর বিচার নিশ্চিত করবে শুধুমাত্র রাষ্ট্র। সালিশি বিচার আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে। ৫. অপ্রাপ্ত বা বয়স্ক পুরুষ দ্বারা ধর্ষণের শিকার হলে সর্বোচ্চ ফাঁসি এবং অন্তত আমৃত্যু কারাদণ্ড কার্যকর করতে হবে। ৬. চলমান সব ধর্ষণ মামলার বিচার আলাদা ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জবাবদিহি নিশ্চিত করতে হবে। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, ঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীদের কর্মসূচি জাতীয় জাদুঘরের সামনে হওয়ার কথা। তবে তারা একপর্যায়ে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন। তখন জনদুর্ভোগ বিষয়টি বিবেচনা করার কথা বললে বিষয়টি বুঝতে পেরে তারা আগের অবস্থানে ফিরে গেছেন। এখন তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন। সর্বশেষ বিকাল সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা জাতীয় জাদঘরের সামনে অবস্থান করছেন। সন্ধা পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-আহতদের ফ্ল্যাট দেবে সরকার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-আহতদের ফ্ল্যাট দেবে সরকার