ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

ব্যবসায়ী হত্যায় ৪ জনের যাবজ্জীবন

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০১:৫১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০১:৫১:৫১ অপরাহ্ন
ব্যবসায়ী হত্যায় ৪ জনের যাবজ্জীবন
রংপুর প্রতিনিধি রংপুরের কাউনিয়ায় পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী খোরশেদ আলম হত্যা মামলায় চার আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাসিম এ রায় প্রদান করেন। মামলার বিবরণে জানা গেছে, রংপুরের কাউনিয়া উপজেলার শ্যামপুর গ্রামের ব্যবসায়ী খোরশেদ আলম আসামি শহিদুল ইসলামের কাুেছ ব্যবসায়িক লেনদেনের কারণে লাখ টাকারও ওপর পাওনা ছিল। সেই পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আসামি শহিদুল ইসলামের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে ২০২০ সালের ২০ মার্চ রাত ১১ টায় মোবাইল ফোনে কাউনিয়া উপজেলার ভরসা কোল্ড স্টোরের কাছে মীরবাগ ডিগ্রি কলেজের কাছে ডেকে এনে শ্বাসরোধ হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহত ব্যবসায়ী খোরশেদ আলমের মা খোদেজা বেগম শহিদুল ইসলামসহ ৪ আসামির বিরুদ্ধে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৪ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামি শহিদুল ইসলাম, রাসেল মিয়া, ইউনুছ আলী ও মামুন মিয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। পরে তাদের পুলিশি পাহারায় কোর্ট হাজতে নেওয়া হয়। বাদীপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী পিপি (রাষ্ট্রীয় কৌঁসুলি) আফতাব উদ্দিন জানান, সাক্ষ্য প্রমাণ দিয়ে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছে ভিকটিম খোরশেদ আলমের পরিবার। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী জানান, বিবাদী ন্যায়বিচার পায়নি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য