ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আরাকান আর্মির নির্যাতন ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা আনুষ্ঠানিকভাবে জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ-বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ থেকে খাদ্যসহ পণ্য রফতানি বন্ধ হবে কোস্টগার্ডের আধুনিকায়নে হেলিকপ্টার সংযুক্ত করা হবে : স্বরাষ্ট উপদেষ্টা কোনো এক ব্যক্তি জুলাই অভ্যুত্থান ঘটায়নি-ফরহাদ মজহার সীমান্তে পুশইন ঠেকাতে জনগণের সহায়তা চাইলেন বিজিবি প্রধান ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় তিনজন রিমান্ডে এনবিআরে কলম বিরতি, রাজস্ব প্রশাসনে অচলাবস্থা পোশাক শিল্পের উদ্যোক্তারা জ্বালানির নিশ্চিয়তা চান এনবিআর বিলুপ্তিতে রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি -টিআইবি ঢাকার যেসব এলাকায় সভা সমাবেশ-মিছিল নিষিদ্ধ হলো-আইএসপিআর করিডোরের নামে আরেকটা ইসরায়েল গড়তে দেয়া যাবে না-ফজলুর রহমান জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচন দিন-ফারুক বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্তরাষ্ট্রের শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই-দেবপ্রিয় ভট্টাচার্য মাইক্রোক্রেডিটকে এনজিওর ধারণা থেকে বেরিয়ে ব্যাংকিংয়ে আসতে হবে আজ বিক্ষোভের ডাক কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি ৭ কলেজের গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ টেক্সটাইল নিয়ে কাজ করার সুযোগ রয়েছে-বুটেক্স উপাচার্য

মার্কিন নিষেধাজ্ঞা-ভিসানীতি কেয়ার করি না : ওবায়দুল কাদের

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৪ ০১:০৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৪ ০১:০৬:৩৪ অপরাহ্ন
মার্কিন নিষেধাজ্ঞা-ভিসানীতি কেয়ার করি না : ওবায়দুল কাদের ওবায়দুল কাদের
স্টাফ রিপোর্টার
মার্কিন নিষেধাজ্ঞা-ভিসানীতি কেয়ার করেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরতিনি বলেন, বিএনপির ভারতীয় পণ্য বর্জন কর্মসূচি সফল হয়নিএ আন্দোলন তাদের একটি ব্যর্থ চেষ্টাজনগণ তাদের এ আন্দোলনের সঙ্গে নেইগতকাল মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন
মেট্রোরেলের ভ্যাট আরোপ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ১৫ শতাংশ ভ্যাট আরোপ বাস্তবসম্মত না, যৌক্তিক নাদুনিয়ায় কোথাও এত ভ্যাট নাইতবে ৫ শতাংশ ভ্যাটের নজির আছে প্রতিবেশী দেশগুলোতেএই কথাগুলো নেত্রীকে (শেখ হাসিনাকে) বলেছিতিনি যৌক্তিক ভ্যাট আরোপের বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেনওবায়দুল কাদের বলেন, বিএনপি সম্প্রতি ঢাকায় দুটি সমাবেশ করেছেদুটি সমাবেশেই লোক সমাগম হয়নি, ফ্লপ করেছেতাদের কর্মীরাও এখন এতটাই হতাশ যে, নেতাদের প্রতি আর কোনো আস্থা নেইএ সময় ঢাকার লক্কড়ঝক্কড় গণপরিবহণ উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, নতুন বাস ঢাকার রাস্তায় নামানোর পরই পুরোনো লক্কড়ঝক্কড় বাস উচ্ছেদ করা হবেযুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নিজেদের এজেন্ডা নিয়ে এখানে এসেছেনতাকে আমরা দাওয়াত দিয়ে আনিনিডোনাল্ড লু একটি দেশের পররাষ্ট্রমন্ত্রীও নাতিনি একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রীএ সময় ডোনাল্ড লুকে নিয়ে বাংলাদেশে এত মাতামাতির কী আছে বলেও জানতে চান ওবায়দুল কাদের
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কী করবে, তা আমরা বলতে পারছি নাতারা তো উপরে উপরে বলছে, পাত্তা দেয় নাআসলে তলে তলে কী করে, সেটা তো বলা মুশকিলতিনি বলেন, বিএনপি সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়খড়কুটো ধরে বাঁচা যায় নাতাদের আসলে কোনো ইস্যু নেইএখন ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে বেছে নিয়েছেআমাদের দেশের বাস্তবতায় এটা নন-ইস্যুতিনি বলেন, বিএনপি আবার ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেবিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা তাদের ব্যর্থ চেষ্টাএটা সম্ভব নয়বিএনপির লোকেরাই ভারতীয় পণ্য বর্জন করবে নাতিনি বলেন, কিছুদিন আগে একটা টেস্ট কেইস আমরাতো দেখলামভারতীয় মসলা ছাড়া কী আমাদের চলে? শাড়ি, কাপড় ও নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য আছে এগুলোতো আসবেইএছাড়া, আমদানি-রফতানিতো আছেইএটা একটা উদ্ভট চিন্তাবিএনপির সরকারবিরোধী আন্দোলনের বিষয়টিকে কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির উদ্যোগ নিতে মানা নেই, আসলে তারা আন্দোলন করতে গিয়ে সফল হয়নি, নির্বাচন বয়কট করেছেফলে তাদের আন্দোলনের কথাটাই বলতে হয় খুব স্বাভাবিক কারণেতিনি বলেন, এখন আবার তাদের সমমনারা বলছে যে, গরম কমে গেলে আন্দোলনকয়দিন পর বলবে ঈদের পরে আন্দোলন, আসলে কবে হবে আন্দোলন? এভাবেতো ১৫ বছর কেটে গেলএটা তাদের দিবাস্বপ্ন, যা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নেইএই কারণে তাদের আন্দোলনের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেইসম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, তাদের নেতাকর্মীদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছেএ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা জ্বলন্ত মিথ্যাএ রকম কোনো চিন্তা আমরা করি না
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ