স্টাফ রিপোর্টার
মার্কিন নিষেধাজ্ঞা-ভিসানীতি কেয়ার করেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির ভারতীয় পণ্য বর্জন কর্মসূচি সফল হয়নি। এ আন্দোলন তাদের একটি ব্যর্থ চেষ্টা। জনগণ তাদের এ আন্দোলনের সঙ্গে নেই। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মেট্রোরেলের ভ্যাট আরোপ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ১৫ শতাংশ ভ্যাট আরোপ বাস্তবসম্মত না, যৌক্তিক না। দুনিয়ায় কোথাও এত ভ্যাট নাই। তবে ৫ শতাংশ ভ্যাটের নজির আছে প্রতিবেশী দেশগুলোতে। এই কথাগুলো নেত্রীকে (শেখ হাসিনাকে) বলেছি। তিনি যৌক্তিক ভ্যাট আরোপের বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি সম্প্রতি ঢাকায় দুটি সমাবেশ করেছে। দুটি সমাবেশেই লোক সমাগম হয়নি, ফ্লপ করেছে। তাদের কর্মীরাও এখন এতটাই হতাশ যে, নেতাদের প্রতি আর কোনো আস্থা নেই। এ সময় ঢাকার লক্কড়ঝক্কড় গণপরিবহণ উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, নতুন বাস ঢাকার রাস্তায় নামানোর পরই পুরোনো লক্কড়ঝক্কড় বাস উচ্ছেদ করা হবে। যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নিজেদের এজেন্ডা নিয়ে এখানে এসেছেন। তাকে আমরা দাওয়াত দিয়ে আনিনি। ডোনাল্ড লু একটি দেশের পররাষ্ট্রমন্ত্রীও না। তিনি একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ডোনাল্ড লু’কে নিয়ে বাংলাদেশে এত মাতামাতির কী আছে বলেও জানতে চান ওবায়দুল কাদের।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কী করবে, তা আমরা বলতে পারছি না। তারা তো উপরে উপরে বলছে, পাত্তা দেয় না। আসলে তলে তলে কী করে, সেটা তো বলা মুশকিল। তিনি বলেন, বিএনপি সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। খড়কুটো ধরে বাঁচা যায় না। তাদের আসলে কোনো ইস্যু নেই। এখন ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে বেছে নিয়েছে। আমাদের দেশের বাস্তবতায় এটা নন-ইস্যু। তিনি বলেন, বিএনপি আবার ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা তাদের ব্যর্থ চেষ্টা। এটা সম্ভব নয়। বিএনপির লোকেরাই ভারতীয় পণ্য বর্জন করবে না। তিনি বলেন, কিছুদিন আগে একটা টেস্ট কেইস আমরাতো দেখলাম। ভারতীয় মসলা ছাড়া কী আমাদের চলে? শাড়ি, কাপড় ও নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য আছে এগুলোতো আসবেই। এছাড়া, আমদানি-রফতানিতো আছেই। এটা একটা উদ্ভট চিন্তা। বিএনপির সরকারবিরোধী আন্দোলনের বিষয়টিকে কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির উদ্যোগ নিতে মানা নেই, আসলে তারা আন্দোলন করতে গিয়ে সফল হয়নি, নির্বাচন বয়কট করেছে। ফলে তাদের আন্দোলনের কথাটাই বলতে হয় খুব স্বাভাবিক কারণে। তিনি বলেন, এখন আবার তাদের সমমনারা বলছে যে, গরম কমে গেলে আন্দোলন। কয়দিন পর বলবে ঈদের পরে আন্দোলন, আসলে কবে হবে আন্দোলন? এভাবেতো ১৫ বছর কেটে গেল। এটা তাদের দিবাস্বপ্ন, যা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নেই। এই কারণে তাদের আন্দোলনের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, তাদের নেতাকর্মীদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা জ্বলন্ত মিথ্যা। এ রকম কোনো চিন্তা আমরা করি না।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

মার্কিন নিষেধাজ্ঞা-ভিসানীতি কেয়ার করি না : ওবায়দুল কাদের
- আপলোড সময় : ১৫-০৫-২০২৪ ০১:০৬:৩৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-০৫-২০২৪ ০১:০৬:৩৪ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ