
ডিএফপি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি


ডিএফপি কর্মচারী কল্যাণ সমিতির ২০২৫ এর নির্বাচনে মো. নিজামউদ্দীন মুন্সী সভাপতি ও খাইরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৮ সদস্যের পরিষদের নির্বাচিত অন্য সদস্যরা হলেন : সহসভাপতি- মো. খলিলুর রহমান ও মেজবাউল হক, যুগ্ম সম্পাদক- নূর ফয়সাল ও মো. রিজন মিয়া, সাংগঠনিক সম্পাদক- এস.এম. মাসুদ, কল্যাণ বিষয়ক সম্পাদক- মো. এনামুল হক, প্রচার সম্পাদক- চেই অংরী মারমা, নারী বিষয়ক সম্পাদক- মারিয়াম আক্তার, দফতর সম্পাদক- হরিহর বর্মা, ক্রীয়া সাংস্কৃতিক এবং মিলনায়তন সম্পাদক- তানিয়া ইয়াসমিন সম্পা।
সদস্য: মো. হাফিজুর রহমান, মো. মফিজুর রহমান, মো. রাশেদুল ইসলাম, লিটন কুমার সিংহ, বাহার কাজী।
প্রসঙ্গত গত ২৭ ফেব্রুয়ারি ডিএফপি কর্মচারী কল্যাণ সমিতির ২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হৃদয় কুমার বর্মন এবং কমিশনার মোতাহার হোসেন ও জাবেদ আলীর পরিচালনায় বিকেল ৩ টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ৮৬ জন ভোটার অংশ নেন। ৬টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন অধিদফতরের সম্মানিত মহাপরিচালক খালেদা বেগম। এ সময় অধিদফতরে এক আনন্দঘণ পরিবেশের সৃষ্টি হয়। বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। Ñপ্রেস বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ