ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ওসি আলিমের দখল ও ক্ষমতার অপব্যবহারের ভয়ঙ্কর তথ্য ফাঁস রাখাইনে মানবিক করিডোর প্রক্রিয়ায় চীন যুক্ত নয় : রাষ্ট্রদূত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-আহতদের ফ্ল্যাট দেবে সরকার সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে ক্ষুব্ধ ছাত্র-জনতা ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে বিনিয়োগে আগ্রহী জাইকা গ্যাস সরবরাহ নিশ্চিত হলে পোশাক শিল্পে ৫০ বিলিয়ন ডলার রফতানি সম্ভবÑ আইটিইটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা নিহত ৫ ৩ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসছে চট্টগ্রাম বন্দরে : আশিক চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মন্ত্রণালয় ঘেরাও নারীবিদ্বেষী সব ধরনের প্রচারণা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি টিউলিপ সিদ্দিককে দুদকে তলব চুক্তিভিত্তিক নিয়োগের জাল থেকে বেরোতে পারছে না সরকার ফেনীতে ৩ সমন্বয়ককে পিটিয়ে আহত মেহেরপুরে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে নিহত ৩ পণ্যের নামে বিষ কিনে খাচ্ছেন মানুষ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন-দুদু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান

কারা অধিদফতরে সাত মাসে ১২ জন চাকরিচ্যুত ৮৪ বরখাস্ত

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১২:১৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১২:১৯:৩০ অপরাহ্ন
কারা অধিদফতরে সাত মাসে ১২ জন চাকরিচ্যুত  ৮৪ বরখাস্ত
কারা অধিদফতরে চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে গত সাত মাসে ১২ জনকে চাকরিচ্যুত, ৬ জনকে বাধ্যতামূলক অবসর, ৮৪ জনকে সাময়িক বরখাস্ত, ২৭০ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি এবং ২৬০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। নানা অনিয়ম, আর্থিক লেনদেনসহ অসদুপায় অবলম্বনের অভিযোগে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। গতকাল সোমবার পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদফতরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, নিয়ম ভঙ্গকারী কর্মকর্তা ও কর্মচারীদের কোনও ছাড় দেওয়া হচ্ছে না। অতি দ্রুততার সঙ্গে তাদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে। কারাগার সংস্কারের নেওয়া উদ্যোগ তুলে ধরেন কারা মহাপরিদর্শক সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, কারা প্রশাসনকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নানা সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- বন্দিদের সুবিধা নিশ্চিতকরণ, আর্থিক লেনদেন ছাড়া বন্দিদের খাবার ও অন্যান্য সুবিধা নিশ্চিতের জন্য কঠোর নির্দেশনা জারি। কারাগারে মাদক ও মোবাইল প্রবেশ বন্ধে নিয়মিত ঝটিকা অভিযান। বন্দিদের সাক্ষাৎকারে ভোগান্তি কমাতে ডিজিটাল ভিজিটর ম্যানেজমেন্ট চালু। হটলাইন চালু করে বন্দি সংক্রান্ত তথ্য সংগ্রহের উদ্যোগ। বন্দিদের নিরাপত্তায় বডি ক্যাম ও আরএফআইডি প্রযুক্তির ব্যবহার। কারাগারের অবকাঠামোগত উন্নয়ন: সিলেট কেন্দ্রীয় কারাগার-২ চালু এবং কেরাণীগঞ্জে বিশেষ কারাগারের উদ্যোগ। রংপুর, রাজশাহীসহ পুরনো কারাগার সম্প্রসারণ প্রকল্প। বন্দিদের উন্নত চিকিৎসায় কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের পরিকল্পনা। গুরুত্বপূর্ণ কারাগারগুলোকে সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ। প্রশাসনিক সংস্কার: ১৮৯৯টি নতুন পদ সৃষ্টি। সিনিয়র কর্মকর্তাদের ১৪ বছরের পদোন্নতির জট খুলে দেওয়া। দীর্ঘদিন একই স্থানে কর্মরত কর্মকর্তাদের পোস্টিং পরিবর্তন। কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত আর্থিক সহায়তা ও স্বাস্থ্য স্কিম বাস্তবায়ন। দুর্নীতি রোধে কঠোর নজরদারি রয়েছে জানিয়ে কারা মহাপরিদর্শক বলেন, গত ৩ মাসে শুধু কেরাণীগঞ্জ কারাগারেই ২৭৫টি ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, মোবাইল ফোন ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। কারাগারকে দুর্নীতিমুক্ত করতে কারা গোয়েন্দা ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে। অপপ্রচার ও বিভ্রান্তি নিয়ে হুঁশিয়ারি: কারা প্রশাসনের শুদ্ধি অভিযানের ফলে কিছু অসাধু চক্র বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কারাগারের ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করছে বলে অভিযোগ করেন আইজি প্রিজন। তিনি বলেন, বিগত ১৫ বছরের সুবিধাভোগীরা তাদের স্বার্থ রক্ষায় প্রপাগান্ডা চালাচ্ছে। কিন্তু কারা অধিদফতর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, গঠনমূলক সমালোচনা আমাদের সংস্কার কার্যক্রমকে আরও গতিশীল করতে সাহায্য করবে। সংবাদ সম্মেলনে কারা উপ-মহাপরিদর্শক (ঢাকা) জাহাঙ্গীর কবীর, কারা উপ-মহাপরিদর্শক (সদর দপ্তর) মনির আহমেদ, সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মো. আবু তালেবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-আহতদের ফ্ল্যাট দেবে সরকার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-আহতদের ফ্ল্যাট দেবে সরকার