ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব জনগণের সমস্যা সমাধানে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি চলছে-তথ্য উপদেষ্টা সর্বনিম্ন ফিতরা ১১০ সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা চলতি বছরের মধ্যে পাচারকৃত অর্থের কিছু অংশ ফিরিয়ে আনা সম্ভব-অর্থ উপদেষ্টা পদযাত্রায় সংঘর্ষে শিক্ষার্থী-পুলিশ আহত ধর্ষকের শাস্তি জনসম্মুখে করাসহ ৬ দাবি ঈদের পর এনসিপির চূড়ান্ত রাজনৈতিক এজেন্ডা শ্রমিকদের ওপর হামলার বিচার ও বেতনের দাবি ঝিমিয়ে পড়েছে বিদেশী বাজেট সহায়তার প্রতিশ্রুত অর্থছাড় প্রক্রিয়া প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস-প্রাইভেট পড়ানো যাবে না ন্যায়বিচার-মানবাধিকার নিশ্চিতের আহ্বান চার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোট’ নিয়ে ভাবছে ইসি শেখ পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ট্রেনের যাত্রী জিম্মি উদ্ধারে গিয়ে ২০ সেনা নিহত ট্রেনে জঙ্গি হামলা জিম্মি ৫শ’ যাত্রী পল্লবী থানায় ঢুকে হামলা ওসিসহ আহত ৩ রাখাল রাহার ৪শ’ কোটি টাকা বাণিজ্যের তথ্য ভুয়া ব্যবসায়ী হত্যায় ৪ জনের যাবজ্জীবন ডিএফপি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি

কারাগারে ডিভিশন পাওয়া ১৫১ জনের মধ্যে ৬৮ জন সাবেক মন্ত্রী-এমপি

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১২:১৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১২:১৭:০০ অপরাহ্ন
কারাগারে ডিভিশন পাওয়া ১৫১ জনের মধ্যে ৬৮ জন সাবেক মন্ত্রী-এমপি
দেশের ৬৯টি কারাগারে বর্তমানে মোট ১৫১ জন ডিভিশন সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। গতকাল সোমবার দুপুরে ঢাকার বকশীবাজারে কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বর্তমানে কতজন ডিভিশনে আছে জানতে চাইলে তিনি বলেন, ১৫১ জন এখন ডিভিশন সুবিধা পাচ্ছেন। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আছেন ৩০ জন, সাবেক সংসদ সদস্য আছেন ৩৮ জন, সরকারি কর্মকর্তা-কর্মচারি আছেন ৭০ জন এবং অন্যান্য আছেন ১৩ জন। এর বাইরেও বিশেষ বন্দি হিসেবে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্য এবং সরকারি কর্মকর্তা আছেন ২৪ জন, যারা বিভিন্ন কারণে ডিভিশন পাননি বলে জানান তিনি। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেন, আর্থিক লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গত সাত মাসে কারাগারে দায়িত্বরত ১২ জনকে চাকরিচ্যুত করাসহ ৮২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কারা অধিদপ্তর। যাদের মধ্যে কারারক্ষী, প্রধান কারারক্ষী সার্জেন্টসহ বিভিন্ন পদবির কয়েকজন রয়েছেন। এছাড়া ৬ জনকে বাধ্যতামূলক অবসর, ৮৪ জনকে সাময়িক বরখাস্ত ও ২৭০ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া ২৬০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা, ২৯ জনকে কৈফিয়ত তলব, ২১ জনকে চূড়ান্ত সতর্ক, ৩৯ জনকে তাৎক্ষণিক বদলি এবং ১০২ জনকে প্রশাসনিক কারণে বিভাগের বাইরে বদলির কথা জানিয়েছে অধিদপ্তর। কারাগারের বন্দি ব্যবস্থাপনার মানোন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর নানামুখী উদ্যোগের কথা তুলে ধরে ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন বলেন, দেশব্যাপী বন্দি সংক্রান্ত যে কোনো তথ্য সংগ্রহের জন্য হটলাইন, বন্দিদের সঙ্গে সাক্ষাতে ভোগান্তি কমাতে ডিজিটাল ভিজিটর ম্যানেজমেন্ট ও অভ্যন্তরীণ বন্দি ব্যবস্থাপনা সহজ করতে সফটওয়্যার চালু করা হয়েছে। কারাগারে থাকা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর একটি চিঠি প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে তিনি স্বাভাবিকভাবেই বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখছেন- এ বিষয়ে জানতে চাইলে কারা মহাপরিদর্শক বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা তদন্ত করেছি। ওনার সঙ্গে কথা বলেছি। ওনার ভাষ্য আমাদের কাছে আছে। তিনি আদালতে এসে চিরকুটটি লিখেছেন। পরে প্রিজন ভ্যানে যাওয়ার সময় কোনো না কোনোভাবে কারও উদ্দেশে ছুড়ে মেরেছেন। এছাড়া ওনারা এক সপ্তাহ পর পর মোবাইল ফোনে কথা বলার সুবিধা পান। পরিবার অথবা উকিলের সঙ্গে যোগাযোগ করতে পারেন- বলেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স