ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব জনগণের সমস্যা সমাধানে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি চলছে-তথ্য উপদেষ্টা সর্বনিম্ন ফিতরা ১১০ সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা চলতি বছরের মধ্যে পাচারকৃত অর্থের কিছু অংশ ফিরিয়ে আনা সম্ভব-অর্থ উপদেষ্টা পদযাত্রায় সংঘর্ষে শিক্ষার্থী-পুলিশ আহত ধর্ষকের শাস্তি জনসম্মুখে করাসহ ৬ দাবি ঈদের পর এনসিপির চূড়ান্ত রাজনৈতিক এজেন্ডা শ্রমিকদের ওপর হামলার বিচার ও বেতনের দাবি ঝিমিয়ে পড়েছে বিদেশী বাজেট সহায়তার প্রতিশ্রুত অর্থছাড় প্রক্রিয়া প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস-প্রাইভেট পড়ানো যাবে না ন্যায়বিচার-মানবাধিকার নিশ্চিতের আহ্বান চার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোট’ নিয়ে ভাবছে ইসি শেখ পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ট্রেনের যাত্রী জিম্মি উদ্ধারে গিয়ে ২০ সেনা নিহত ট্রেনে জঙ্গি হামলা জিম্মি ৫শ’ যাত্রী পল্লবী থানায় ঢুকে হামলা ওসিসহ আহত ৩ রাখাল রাহার ৪শ’ কোটি টাকা বাণিজ্যের তথ্য ভুয়া ব্যবসায়ী হত্যায় ৪ জনের যাবজ্জীবন ডিএফপি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি

‘সচিব’ হতে চেয়ে জনপ্রশাসনে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবরা

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১১:৪০:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১১:৪০:১৭ পূর্বাহ্ন
‘সচিব’ হতে চেয়ে জনপ্রশাসনে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবরা
সচিব পদে পদোন্নতি চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হাজির হয়েছিলেন অবসরপ্রাপ্ত কয়েকজন অতিরিক্ত সচিব। গতকাল সোমবার তারা জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে দেখা করে সচিব করার দাবি তুলেছেন। তাদের দাবি, তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়েও বঞ্চনার শিকার হয়েছেন এবং এবারও হচ্ছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে অবসরে যাওয়া ৭৬৪ জন কর্মকর্তাকে গত ৯ ফেব্রুয়ারি ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপসচিব থেকে সচিব পর্যন্ত এই পদোন্নতিতে ১১৯ জন সচিব পদে পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে ৫১ জনকে অতিরিক্ত সচিব থেকে সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে দাবি নিয়ে হাজির হওয়া বঞ্চিত অতিরিক্ত সচিবরা সাংবাদিকদের বলেন, এরই মধ্যে অবসরে যাওয়া যে ৭৬৪ জন কর্মকর্তাকে ‘ভূতাপেক্ষ’ পদোন্নতিতে দেয়া হয়েছে, তাতে নিয়ম ভঙ্গ হয়েছে। তারা বলেন, আবেদন না করেও পদোন্নতি পাওয়ার ঘটনা যেমন ঘটেছে, আবার অনেক ক্ষেত্রে পদোন্নতিতে মেধাক্রমকে আমলে নেয়া হয়নি। এ প্রসঙ্গে ‘বঞ্চিত অবসরপ্রাপ্ত সচিব ফোরামের’ আহ্বায়ক মো. নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে বলা হয়েছে, তারা কোনো বকেয়া বা আর্থিক সুবিধা চাচ্ছেন না। তারা কেবল একটি পরিচয় ও মর্যাদা চান-সেটা হলো সচিব। তারা সচিব পদে পদোন্নতি চান। এ বিষয়ে জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব তাদের বলেছেন, বিষয়টি পর্যালোচনা করার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে সারসংক্ষেপ পাঠিয়েছেন। তবে এ বিষয়ে জনপ্রশাসন সচিব কোনো মন্তব্য করতে চাননি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স