ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফেনীতে ৩ সমন্বয়ককে পিটিয়ে আহত মেহেরপুরে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে নিহত ৩ পণ্যের নামে বিষ কিনে খাচ্ছেন মানুষ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন-দুদু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনে ইউজিসির নতুন নীতিমালা ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ তারেকের নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু শিল্পখাতে অশনি সংকেত ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা মূল্যস্ফীতির উদ্বেগ কাটেনি বাড়ি ভাড়া-চালের দামে অস্বস্তি একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেয়ার নির্দেশ শাহবাজ শরিফের পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো উসকানিমূলক

‘সচিব’ হতে চেয়ে জনপ্রশাসনে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবরা

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১১:৪০:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১১:৪০:১৭ পূর্বাহ্ন
‘সচিব’ হতে চেয়ে জনপ্রশাসনে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবরা
সচিব পদে পদোন্নতি চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হাজির হয়েছিলেন অবসরপ্রাপ্ত কয়েকজন অতিরিক্ত সচিব। গতকাল সোমবার তারা জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে দেখা করে সচিব করার দাবি তুলেছেন। তাদের দাবি, তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়েও বঞ্চনার শিকার হয়েছেন এবং এবারও হচ্ছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে অবসরে যাওয়া ৭৬৪ জন কর্মকর্তাকে গত ৯ ফেব্রুয়ারি ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপসচিব থেকে সচিব পর্যন্ত এই পদোন্নতিতে ১১৯ জন সচিব পদে পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে ৫১ জনকে অতিরিক্ত সচিব থেকে সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে দাবি নিয়ে হাজির হওয়া বঞ্চিত অতিরিক্ত সচিবরা সাংবাদিকদের বলেন, এরই মধ্যে অবসরে যাওয়া যে ৭৬৪ জন কর্মকর্তাকে ‘ভূতাপেক্ষ’ পদোন্নতিতে দেয়া হয়েছে, তাতে নিয়ম ভঙ্গ হয়েছে। তারা বলেন, আবেদন না করেও পদোন্নতি পাওয়ার ঘটনা যেমন ঘটেছে, আবার অনেক ক্ষেত্রে পদোন্নতিতে মেধাক্রমকে আমলে নেয়া হয়নি। এ প্রসঙ্গে ‘বঞ্চিত অবসরপ্রাপ্ত সচিব ফোরামের’ আহ্বায়ক মো. নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে বলা হয়েছে, তারা কোনো বকেয়া বা আর্থিক সুবিধা চাচ্ছেন না। তারা কেবল একটি পরিচয় ও মর্যাদা চান-সেটা হলো সচিব। তারা সচিব পদে পদোন্নতি চান। এ বিষয়ে জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব তাদের বলেছেন, বিষয়টি পর্যালোচনা করার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে সারসংক্ষেপ পাঠিয়েছেন। তবে এ বিষয়ে জনপ্রশাসন সচিব কোনো মন্তব্য করতে চাননি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স