ঢাকা , বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেহেরপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক নিজ ঘর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার যশোরে নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নরসিংদীর এসপি হতে ৫০ লাখ টাকা ঘুষ, পুলিশ সুপারকে দণ্ড বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার’ হলেন ওয়ালটন মাইক্রো-টেকের নিশাত তাসনিম শুচি মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের মাদকচক্রের ৯ সদস্য আটক হাইকোর্টে ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জনের জামিন জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাজনৈতিক সরকার প্রয়োজন : অর্থ উপদেষ্টা নভেম্বরেই চালু হচ্ছে চট্টগ্রাম ঢাকা জ্বালানি পাইপলাইন পালানোর সময় প্রধান অভিযুক্ত গ্রেফতার রংপুরে আবাদি জমি কমায় শহরমুখী হচ্ছে কৃষক ভেজাল খাবার নীরব ঘাতক যারা মাজার ভাঙে তারা ইহুদিদের চর, মোসাদের এজেন্ট : ফরহাদ মজহার ভোগান্তির শেষ নেই পথচারীদের প্রচলিত আইনি অনুশীলন আর যথেষ্ট নয়: প্রধান বিচারপতি রাজউকের ব্যর্থতায় বেড়েছে ঢাকার ভূমিকম্প ঝুঁকি ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা গোঁসাই আশ্রমে বটবৃক্ষ তলে নারীদের সন্তানের আশায় আঁচল পেতে মানত শীত নেই খেজুর গাছিদের রস সংগ্রহের আমেজ সেনবাগে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এমপির বাড়ি দখল করা সেই নারী সমন্বয়ক গ্রেফতার

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১১:৩০:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১১:৩০:২২ পূর্বাহ্ন
এমপির বাড়ি দখল করা সেই নারী সমন্বয়ক গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাসা ভাঙচুর, লুটপাট, দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় সমন্বয়ক পরিচয় দানকারী মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করছে পুলিশ। গত রোববার রাতে শহরের পশ্চিম আকুর-টাকুরপাড়া (হাউজিং) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিষ্টি জেলার বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের জশিহাটী গ্রামের মাজহারুল ইসলামের মেয়ে। তিনি টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন। এর আগে শনিবার দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে জোয়াহেরুল ইসলাম শহরে ছোটকালীবাড়ির ছয়তলা ভবনের তালা ভেঙে প্রায় ২০ জন মানসিক ভারসাম্যহীনকে নিয়ে বাড়িটি দখলে নেন মারইয়াম মুকাদ্দাস মিষ্টি। জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে যৌথবাহিনী অভিযান চালিয়ে ওই দিন রাতে বাড়িটি দখলমুক্ত করে। এর পরিপ্রেক্ষিতে মিষ্টিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে গভীর রাতে মুচলেকা দিয়ে থানা পুলিশের কাছ থেকে মুক্তি পান তিনি। এদিকে, বাসা ভাঙচুর, লুটপাট, দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে ৯ মার্চ টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলার পর মিষ্টিকে গ্রেপ্তার করে পুলিশ। সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামে স্ত্রী রওশন আরা খান বলেন, মিষ্টি আমার কাছে প্রথমে ১০ কোটি টাকা চাঁদা চেয়েছিল। সেই টাকা না দেওয়ায় তারা বাড়ি জবরদখল করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছি। বাড়িটি আমার নামে, স্বামীর নামে নয়। এ ঘটনার সঠিক বিচার দাবি করছি। টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, গত রোববার জোহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিষ্টির বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ