ঢাকা , মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সফর হবে দু’দেশের জন্য মাইলফলক স্বাধীনতা পুরস্কার দেয়া হবে আজ স্বরূপকাঠির সুটিয়াকাঠি বলদিয়া সংযোগ সেতুর বেহাল দশা ভারত থেকে এলো সাড়ে ১১ হাজার মেট্রিক টন চাল সাতক্ষীরায় গাছে ঝুলছিল যুবকের লাশ শেখ হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন- রিজভী শিক্ষার্থীসহ সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য মাদারীপুরে শ্রমিকদলের একাংশের সভাপতিকে কুপিয়ে হত্যা রাজধানীতে ছিনতাই চাঁদাবাজি অনেকাংশে কমে গেছে : ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি নাহিদের ঐকমত্য কমিশনে প্রস্তাবনা জমা দিয়েছে নেজামে ইসলাম পার্টি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কারো হস্তক্ষেপ কাম্য নয়- সারজিস ছাত্রনেতারা আগ্রহ নিয়ে তার কাছে গিয়েছিলেন : নুর বর্জ্য পৃথকীকরণ কর্মসূচি গ্রহণ করা হবে-পরিবেশ উপদেষ্টা বিপর্যয়ে ট্রাভেল এজেন্সি খাত সেনাবাহিনীকে বিতর্কিত না করার আহ্বান জাতীয় পার্টি মহাসচিবের একনেকে ২১ হাজার ১৩৯ কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন জনগণের ইস্যুগুলো নিয়ে কথা বলা উচিত এটাই রাজনীতি-তারেক রহমান ৭১ ও ২৪ এক কাতারে রাখায় দ্বিমত বিএনপির টিক চিহ্ন নয়, সংস্কারের উপযুক্ত পদ্ধতি আলোচনা
অভিযুক্তকে ভ্রাম্যমান আদালতের সাজা

শিশুর শরীরে গরম ছুরির ছ্যাঁকা

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১১:২৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১১:২৭:১২ পূর্বাহ্ন
শিশুর শরীরে গরম ছুরির ছ্যাঁকা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে চার বছরের ছোট্ট শিশু মানহারকে গরম ছুরি দিয়ে ছেকা দেয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়াও শিশু মাহারার শরীরে অসংখ্য পোড়া ক্ষতচিহ্ন রয়েছে। প্রতিবেশী ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে আনা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। কি হয়েছে জিজ্ঞাসা করতেই অবুঝ এই শিশুটি উত্তর দিল, আব্বু পুইড়া দিছে। কীভাবে পুড়িয়ে দিয়েছে? মানহার জবাব, ‘ছুরি গরম করে ছ্যাঁকা দিছে। এই ঘটনায় অভিযুক্তকে ছয় মাসের সাজা প্রদান করে ভ্রাম্যমান আদালত। গত রোববার রাতে গাজীপুরের শ্রীপুরের ইউএনওর কার্যালয়ে মানহাকে উদ্ধার করে আনা হয়। সেই সঙ্গে আনা হয় তার মা রুমি আক্তার এবং মায়ের প্রেমিক শামসুজ্জামান (২৫)কে। তাদের বাসা উপজেলার মাওনা চৌরাস্তা সংলগ্ন কলাবাগান এলাকার ফজলুল হকের ভাড়া বাড়িতে। শামসুজ্জামানকে বাবা হিসেবে চেনে মানহা। এই যুবকের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তলিয়াচাঁদপুর গ্রামে। বাড়ির অন্য ভাড়াটিয়ারা জানান, চার মাস আগে শামসুজ্জামান ও রুমি এ বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া আসেন। কিন্তু তারা স্বামী-স্ত্রী নন। শিশু মানহাকে পরিচয় দিতেন রুমির বোনের মেয়ে হিসেবে। শামসুজ্জামান প্রায়ই শিশুটিকে নির্যাতন করতেন। এতে প্রেমিকের ভয়ে কোনো প্রতিবাদ করতেন না রুমি। মানহা পাশের ভাড়াটিয়া রায়হানের বাসায় খেলাধুলা করে দিন কাটাইত। তবে গত দুই দিন ধরে সে ওই বাসায় খেলতে আসেনি। গতকাল রোববার সন্ধ্যায় মানহা রায়হানের বাসায় এলে নির্যাতনের বিষয়টি প্রকাশ পায়। ভাড়াটিয়া রাকিব বলেন, গত চার মাস ধরে শিশুটির ওপর নিষ্ঠুর নির্যাতন চলেছে...সর্বশেষ গত শুক্রবার রাতে গ্যাসের চুলায় ছুরি গরম করে শিশু মানহার কাঁধ, হাত, ঘাড়, গলা, গাল ও কানে ছ্যাঁকা দেয় কথিত পাষণ্ড বাবা। ঘরেই আটকে রাখা হয় তাকে। রোববার সন্ধ্যায় এক ফাঁকে সে বেরিয়ে আমার বাসায় চলে আসলে বিষয়টি জানতে পারে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা। রাতেই পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ শিশুকে উদ্ধার করে নিয়ে যায়। এ নিয়ে কথা হলে মানহার মা রুমি বলেন, সব জেনেই আমাকে ঘরে তুলেছে শামসুজ্জামান। কথা ছিল আমার প্রথম স্বামীর ঘরের মেয়েকে নিজের মেয়ের মতো দেখবে। কিন্তু মেয়েকে নিয়ে আসার পর থেকে পাল্টে যায় তার চরিত্র। আমার মেয়েকে হরহামেশাই মারপিট-নির্যাতন করত, আমাকেও মারত। ভয়ে প্রকাশ বা প্রতিবাদ করতে পারতাম না। গত শুক্রবার রাত ১১টার দিকে মেয়েকে পাশের কক্ষে দরজা বন্ধ করে ছুরি গরম করে শরীরে ছ্যাঁকা দেয়। আমাদের ঘরে আটকে রাখে। কাউকে কিছু বলতে পারিনি। পাশের ভাড়াটিয়ারা জেনে আমাদের উদ্ধার করে। আমাদের বিয়ে হয়নি। শামসুজ্জামান বলছে কাবিন করবে, তা-ও করেনি। এ বিষয়ে শ্রীপুরের ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, গত রোববার রাতে বাড়ির অপর ভাড়াটিয়াদের মাধ্যমে খবর পেয়ে পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে আনা হয়। আটক করে আনা হয় রুমির কথিত স্বামী শামসুজ্জামানকে। বাড়ির অন্য ভাড়াটিয়া ও শিশুর বক্তব্য শুনে শামসুজ্জামানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শিশুটিকে মায়ের সঙ্গে দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন শিশুটির নিয়মিত খোঁজখবর রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য