ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের

এনওসি নিয়ে বিপত্তি; লিজেন্ডস লিগে খেলছেন না আশরাফুল-সাকিবরা

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১০:১১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১০:১১:১২ অপরাহ্ন
এনওসি নিয়ে বিপত্তি; লিজেন্ডস লিগে খেলছেন না আশরাফুল-সাকিবরা
গতকাল শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্ট। ৫ দলের অংশগ্রহণে এতে খেলার কথা সাবেক ক্রিকেটারদের, যেখানে বাংলাদেশেরও একটি দল আছে। তবে এবার বোর্ড থেকে এনওসি পেতে দেখা দিয়েছে বিপত্তি। অনুমোদন না থাকায় ক্রিকেটারদের খেলতে যাওয়ার অনুমতি দিচ্ছে না বিসিবি। সাবেক ক্রিকেটাররা চুক্তির আওতায় না থাকলেও সাবেকদের এসব টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে বোর্ডের অনুমতির প্রয়োজন রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিসিসিআই রাজস্থানে হতে যাওয়া এই টুর্নামেন্টের অনুমোদন দেয়নি। বিসিবি থেকে খেলোয়াড়দের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ইভেন্টের জন্য কোনো অনাপত্তিপত্র দেয়নি। যার অর্থ হলো আপনি এই টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি পাচ্ছেন না।’ নিষেধ অমান্য করলে খেলতে গেলে বিসিবির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে বাংলাদেশ টাইগার্স নামের একটি দল এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল। এছাড়া রয়েছে ইন্ডিয়ান রয়্যালস, আফগানিস্তান পাঠানস ও শ্রীলঙ্কান লায়ন্স। সাথে যোগ দেবে এশিয়ান স্টার্স। এই দলে আছেন এশিয়ার বিভিন্ন দেশের ক্রিকেটার, বাংলাদেশের সাকিব আল হাসানের খেলার কথা এশিয়া স্টার্সের হয়ে। আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ টাইগার্স স্কোয়াডে নাম ছিল তামিম ইকবালেরও। এছাড়াও ঐ স্কোয়াডে নাম আছে নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, নাজিমউদ্দিন, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবাইর হোসেন লিখন, শফিউল ইসলাম ও অলক কাপালির। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ম্যাচেই মাঠে নামবে এশিয়ান স্টার্স, যে ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান পাঠানস। আগামীকাল বুধবার এশিয়ান স্টার্স মুখোমুখি হওয়্যার কথা বাংলাদেশ টাইগার্সের। তবে বাংলাদেশি কেউ বোর্ডের নিষেধ উপেক্ষা করে হয়ত খেলতে যাবেন না।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স