ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার জঙ্গিসংশ্লিষ্টতা তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত বাংলাদেশে মানবাধিকার কার্যালয় খুলতে দেয়া হবে না-হেফাজত সাংবাদিকদের কেন ‘দোসর’ বলা হয় ব্যাখ্যা দিলেন প্রেস সচিব যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে আমাদের লড়াই চলবে-জামায়াত আমির ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ-অর্থ উপদেষ্টা আ’লীগের দমন পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য-তারেক রহমান প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানতে হবে-বদিউল আলম দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া ফেরত পাঠানো ৩ জন কারাগারে পবিত্র আশুরা আজ সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত পবিত্র আশুরা ন্যায় প্রতিষ্ঠায় সাহস জোগাবে-প্রধান উপদেষ্টা ত্রয়োদশ নির্বাচন নিয়ে বিরোধ তুঙ্গে চুয়াডাঙ্গায় ট্যাংকলরি ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ডিএসসিসির

এনওসি নিয়ে বিপত্তি; লিজেন্ডস লিগে খেলছেন না আশরাফুল-সাকিবরা

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১০:১১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১০:১১:১২ অপরাহ্ন
এনওসি নিয়ে বিপত্তি; লিজেন্ডস লিগে খেলছেন না আশরাফুল-সাকিবরা
গতকাল শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্ট। ৫ দলের অংশগ্রহণে এতে খেলার কথা সাবেক ক্রিকেটারদের, যেখানে বাংলাদেশেরও একটি দল আছে। তবে এবার বোর্ড থেকে এনওসি পেতে দেখা দিয়েছে বিপত্তি। অনুমোদন না থাকায় ক্রিকেটারদের খেলতে যাওয়ার অনুমতি দিচ্ছে না বিসিবি। সাবেক ক্রিকেটাররা চুক্তির আওতায় না থাকলেও সাবেকদের এসব টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে বোর্ডের অনুমতির প্রয়োজন রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিসিসিআই রাজস্থানে হতে যাওয়া এই টুর্নামেন্টের অনুমোদন দেয়নি। বিসিবি থেকে খেলোয়াড়দের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ইভেন্টের জন্য কোনো অনাপত্তিপত্র দেয়নি। যার অর্থ হলো আপনি এই টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি পাচ্ছেন না।’ নিষেধ অমান্য করলে খেলতে গেলে বিসিবির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে বাংলাদেশ টাইগার্স নামের একটি দল এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল। এছাড়া রয়েছে ইন্ডিয়ান রয়্যালস, আফগানিস্তান পাঠানস ও শ্রীলঙ্কান লায়ন্স। সাথে যোগ দেবে এশিয়ান স্টার্স। এই দলে আছেন এশিয়ার বিভিন্ন দেশের ক্রিকেটার, বাংলাদেশের সাকিব আল হাসানের খেলার কথা এশিয়া স্টার্সের হয়ে। আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ টাইগার্স স্কোয়াডে নাম ছিল তামিম ইকবালেরও। এছাড়াও ঐ স্কোয়াডে নাম আছে নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, নাজিমউদ্দিন, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবাইর হোসেন লিখন, শফিউল ইসলাম ও অলক কাপালির। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ম্যাচেই মাঠে নামবে এশিয়ান স্টার্স, যে ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান পাঠানস। আগামীকাল বুধবার এশিয়ান স্টার্স মুখোমুখি হওয়্যার কথা বাংলাদেশ টাইগার্সের। তবে বাংলাদেশি কেউ বোর্ডের নিষেধ উপেক্ষা করে হয়ত খেলতে যাবেন না।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স