ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফেনীতে ৩ সমন্বয়ককে পিটিয়ে আহত মেহেরপুরে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে নিহত ৩ পণ্যের নামে বিষ কিনে খাচ্ছেন মানুষ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন-দুদু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনে ইউজিসির নতুন নীতিমালা ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ তারেকের নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু শিল্পখাতে অশনি সংকেত ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা মূল্যস্ফীতির উদ্বেগ কাটেনি বাড়ি ভাড়া-চালের দামে অস্বস্তি একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেয়ার নির্দেশ শাহবাজ শরিফের পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো উসকানিমূলক

ধর্ষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-উপদেষ্টা ফরিদা

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০১:৪৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০১:৪৭:৩৯ অপরাহ্ন
ধর্ষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-উপদেষ্টা ফরিদা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অন্তর্বর্তী সরকার এখনও সন্তুষ্ট নয়। দেশের বিভিন্ন জায়গায় নারী নির্যাতন বা ধর্ষণের খবর শোনা যাচ্ছে। এগুলো প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধুমাত্র প্রশাসনের পক্ষে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব না। গতকাল রোববার দুপুরে খুলনায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত যোদ্ধাদের পাশে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফরিদা আখতার বলেন, ফ্যাসিবাদ পালিয়েছে, তবে তারা পুরোটা যায়নি। তাই আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। জুলাই আন্দোলনে আহতরা সুস্থ না হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব অন্তর্বর্তী সরকার নিয়েছে। এদিকে যে সংস্কারের জন্য জুলাই বিপ্লবে বহু মানুষ শহীদ হয়েছেন সেই সংস্কার কাজে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ অনুষ্ঠানে জুলাই বিপ্লবের সময় খুলনায় আহত ৪০ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুষ্ঠান শেষে উপদেষ্টা ফরিদা আখতার খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নতুন প্রবেশদ্বার ‘শহিদ মীর মু গ্ধ তোরণ’ এর উদ্বোধন করেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স