ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদী

অন্তঃসত্ত্বা নারীকে দলবেঁধে ধর্ষণ

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১০:২৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১০:২৭:৩৪ পূর্বাহ্ন
অন্তঃসত্ত্বা নারীকে দলবেঁধে ধর্ষণ
নরসিংদী প্রতিনিধি নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে একটি বাসায় দুদিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়। গত শনিবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে পাঁচজনের বিরুদ্ধে মাধবদী থানায় মামলাটি করেন বলে মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলামর জানান। গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ওই গৃহবধূকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাঁচদোনা মোড়ে অবস্থিত একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আটকে রেখে ওই নারীকে দলবেঁধে ধর্ষণ করা হয়। ভুক্তভোগী ওই নারী গত শুক্রবার রাতে মাধবদী থানায় হাজির হয়ে পুলিশকে ঘটনাটি জানান। তার অভিযোগের পর গত শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে মাধবদী থানার পুলিশ। এ ঘটনায় গ্রেফতার ইকবাল হোসেন (৪৩) পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীচর এলাকার জয়নালের ছেলে। আরেক আসামি হলেন, একই এলাকার আব্দুল মোতালেবের ছেলে পাপ্পু মিয়া (২৯)। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন বলেন, ওই নারীর স্বামী একটি মামলায় জেলে ছিলেন। তখন ইকবাল হোসেন আইনজীবী সেজে তাকে মুক্ত করার নামে ওই নারীকে বিভিন্ন লোভ দেখান। পরে চারজন মিলে ওই নারীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে একটি ভবনে নিয়ে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পুলিশ গত শুক্রবার রাতে দেখিয়ে দেওয়া ওই ভবন পরিদর্শন করে। পরে নির্যাতিত নারী বাদী হয়ে মামলা করলে ইকবালকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী ভগিরথপুর এলাকার একটি বাড়িতে স্বামীসহ থাকতেন। তার স্বামী বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় করা একটি মামলায় জেলে ছিলেন। জেল থেকে মুক্ত হওয়ার পর স্বামীকে ঘটনা জানান ওই নারী। পরে এ ঘটনায় দুজনের নাম উল্লেখসহ ৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। আসামিদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ