রোজার ঈদ সামনে রেখে আগামী ১৪ মার্চ থেকে ট্রেনে ঈদের আগাম টিকেট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। গতকাল রোববার ঢাকার বিদ্যুৎভবনে ঈদযাত্রা সামনে রেখে এক বৈঠক শেষে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান একথা জানান। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার শতভাগ টিকেট পাওয়া যাবে অনলাইনে। আগামী ১৪ মার্চ বিতরণ করা হবে ২৪ মার্চের ঈদযাত্রার টিকেট।
একইভাবে ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের, ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের, ১৭ মার্চ বিক্রি হবে ২৭ মার্চের, ১৮ মার্চ বিক্রি হবে ২৮ মার্চের, ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের এবং ২০ মার্চ বিক্রি হবে ৩০ মার্চের ঈদযাত্রার টিকেট।
এবার ঈদযাত্রা সহজ করতে পাঁচজোড়া বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। এগুলো হচ্ছে চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল, ঢাকা দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, ভৈরববাজার কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল, ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল চালু করা হবে। এছাড়া ঈদযাত্রা উপলক্ষে ট্রেনগুলোতে বাড়তি ৪৪টি কোচ বা বগি যুক্ত করা হবে বলেও রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
একজন যাত্রী অগ্রিম যাত্রা ও ফেরতযাত্রার জন্য অনলাইনে সর্বোচ্চ একবার করে টিকেট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকেট কেনা যাবে। যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের সর্বোচ্চ ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট বিক্রি করা হবে। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকেট বিক্রি করা হবে। আর ফেরত যাত্রা গণনা করা হবে ৩ মার্চ থেকে।
২৮ মার্চ পাওয়া যাবে ৩ মার্চের টিকেট। একইভাবে ২৫ মার্চ বিক্রি হবে ৪ মার্চের, ২৬ মার্চ বিক্রি হবে ৫ মার্চের, ২৭ মার্চ বিক্রি হবে ৬ মার্চের, ২৮ মার্চ বিক্রি হবে ৭ মার্চের, ২৯ মার্চ বিক্রি হবে ৮ মার্চের এবং ৩০ মার্চ বিক্রি হবে ৯ মার্চের টিকেট। ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সময়ের মধ্যে কোনো আন্তঃনগর ট্রেনের সপ্তাহিক ছুটি থাকবে না।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ঈদে ট্রেনের আগাম টিকেট ১৪ মার্চ থেকে
- আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১২:২২:১৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১২:২২:১৬ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ