ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সকল শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ মাউশির ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢ়ুকে নারীকে কুপিয়ে হত্যা মোদির মতো নেতাকে ছুড়ে ফেলার বিকল্প নেই -সারজিস আট মাসের শিশুকে অপহরণের পর বিক্রি, ৮ দিন পর যশোর থেকে উদ্ধার ঈদযাত্রার ১১ দিনে সড়কে ঝরল ২৪৯ প্রাণ নওগাঁ বাড়ির ভেতরে মিললো ভাইবোনের মরদেহ পহেলা বৈশাখে পান্তা-ইলিশ নয় জাটকা সংরক্ষণের আহ্বান মৎস্য উপদেষ্টার ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় আরসা প্রধানসহ ১০ জন কারাগারে মার্চে ৪৪২ নারী নির্যাতনের শিকার, ধর্ষণ ১৬৩ -মহিলা পরিষদ ১০ এপ্রিলের মধ্যে যোগদানের নির্দেশ প্রধান শিক্ষকদের বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে স্টার্টআপ খাতে ৯০০ কোটি টাকার তহবিল সবার অংশগ্রহণে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা -আলী রীয়াজ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি বাড়বে, কমবে না -প্রেস সচিব ৩৭ শতাংশ শুল্ক ৩ মাসের জন্য স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি গাজায় নৃশংস হত্যার প্রতিবাদ বাসদের একদিন ইসরায়েলের কোনও চিহ্ন পৃথিবীর বুকে থাকবে না-হেফাজত মহাসচিব ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উত্তাল দেশ ওয়ালটন প্লাজা থেকে ৫০ হাজার টাকা সহায়তা পেলেন নাটোরের গৃহিণী কমেছে ইন্টারনেট ও ফোনের ব্যবহার গাজায় গণহত্যা মানবাধিকার লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের

সোনারগাঁওয়ে ছিনতাইকারীর বাড়িতে হাজার হাজার গ্রামবাসীর হামলা ভাঙচুর

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১২:১৬:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১২:১৬:৫৮ পূর্বাহ্ন
সোনারগাঁওয়ে ছিনতাইকারীর বাড়িতে হাজার হাজার গ্রামবাসীর হামলা ভাঙচুর
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউপির অস্ত্রধারী কিশোরগ্যাং লিডার চিহ্নিত সন্ত্রাস মেহেদী ও তার ভাই জুলাই বিপ্লবে গণঅভ্যুত্থানের পূর্বে  সোনারগাঁও সরকারি কলেজের ছাত্রলীগের ভিপি দাবিদার সজিব নামে ৮/১০ জনের অস্ত্রধারী একটি দল নিয়ে গ্রামে পাড়া মহল্লায় দীর্ঘদিন যাবত ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদারিত্ব করে আসছিল। এই ঘটনায় ভুক্তভোগী গ্রামবাসীরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে অস্ত্রধারী ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা পেতে গতশুক্রবার রাত সাড়ে মসজিদের মাইকে ঘোষণা দেন।এসময় হাজার হাজার ক্ষুব্ধ গ্রামবাসী কিশোর গ্যাংলিডার ছিনতাইকারী মেহেদির বাড়িতে হামলা চালায়।এ সময় উত্তেজিত  জনতা ছিনতাইকারীদের ধাওয়া করলে ছিনতাইকারী দলটি উল্টো অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গ্রামবাসীর উপর পাল্টা হামলা করার চেষ্টা করে,পরিস্থিতির ব্যগতি দেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অত্র এলাকার সর্বস্ব লুট হওয়া ভুক্তভোগীরা দৈনিক জনতাকে বলেন, উপজেলার মোগরাপাড়া ইউপির ৪ নং ওয়ার্ডের দমদমা গ্রামের জাকির হোসেন জিকুর দুই পুত্র চিহ্নিত ছিনতাইকারি মেহেদী ও জাহিদ এবং সৈয়দ হোসেন ওরফে সৈদ্দার ছেলে মারুফ এবং একই গ্রামের মৃত আব্বুইল্লার কুখ্যাত একাদিক মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার অনয় তার বড় ভাই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দাবিদার কুখ্যাত মামুনসহ ৮/১০ জনের কিশোরগ্যাংয়ের অস্ত্রধারী চাঁদাবাজ। ফ্যাসিস্ট হাসিনা স্বৈরাচারী সরকারের আমল থেকে মোগরাপাড়া ইউপির এক নজরে বড়সাদিপুর, ষোলপাড়ার আমতলা, রহমতপুর, ভাটিপাড়া, কালা দরগা, কালিগঞ্জ, বাবরকপুর, সোনাখালি, পাঁচপীরের দরগা, ভৈরবদী, দলদার, দমদমা, খুলিয়াপাড়া, কাবিলগঞ্জ, বিন্নিপাড়া, ঋষিপাড়া, কাইকারটেক, সোনারগাঁওসরকারি কলেজ ঘিরে সন্ত্রাসী চাঁদাবাজি ছিনতাই, কিশোর গ্যাং লিডারের অনুমতিক্রমে বাড়ি নির্মাণের রাম রাজত্ব কায়েম করে। ভাড়াটিয়াদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করে নিয়ে যায় প্রতিনিয়ত।নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৈষম্যহীন ছাত্র-জনতার তাজা রক্তে অর্জিত এই নতুন বাংলাতে পূর্বের এই কিশোরগ্যাংয়ের শক্তিশালী সিন্ডিকেট ত্রাসের রাম রাজ্যের কায়েম করে যাচ্ছে। এলাকাবাসী আরো জানায়, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ষোলপাড়া গ্রামের আমতলা এলাকায় আরশাদ স্বর্ণকারের  ভাড়াটিয়া মো,শাহিন মিয়ার আত্মীয়কে অস্ত্র ঠেকিয়ে ৫ হাজার টাকা অ্যান্ড্রয়েড মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় শাহিন মিয়া ছিনতাইকারীর বাবা জাকির হোসেন জিকুকে ঘটনাটি জানাইলে উল্টো চড় থাপ্পর মেরে বিদায় করে দেয়। এর ঐ ধারাবাহিকতায় ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি সোনারগাঁও সরকারি কলেজের হিসাবরক্ষণ জাহাঙ্গীর আলম কে হকিস্টিক দিয়ে এলোপাথাীভাবে পিটিয়ে গুরুতর যখম করলে প্রায় সপ্তাহখানে হাসপাতাল বেডে ছিলেন। বড়সাদিপুর গ্রামের অটো-চালককে ভয় ভীতি হুমকি দিয়ে জমানো টাকা পয়সাসহ সর্বস্ব লুটেনেয়। গত ৪ মার্চ সকালের দিকে সোনারগাঁও সরকারি কলেজ এলাকা থেকে এন্ড্রয়েড মোবাইল সেট নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। ইতিপূর্বে দমদমা গ্রামের স্বনামধন্য পরিবারের গৃহবধূ দুই কন্যা সন্তানের জননী কে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়। অধিকাংশ ভুক্তভোগীরা তাদের অস্ত্রের ভয়ে থানায় অভিযোগ করতে সাহস পাইনি। স্থানীয় বাড়ির মালিকেরা জানান, এই কিশোরগ্যাংয়ের ছিনতাইয়ে ভয়ে ভাড়াটিয়া শূন্য হয়ে পড়েছে।প্রতিদিন ঘরে ১০/১২টি স্থানে অপারেশন চালিয়ে ছিনতাই করে। প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে পাড়া মহল্লায় গ্রামীণ সড়কে চলাচলরত ছোট বড় যানবাহন থেকে প্রতিনিয়ত অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি ও ছিনতাই করছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য