ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব জনগণের সমস্যা সমাধানে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি চলছে-তথ্য উপদেষ্টা সর্বনিম্ন ফিতরা ১১০ সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা চলতি বছরের মধ্যে পাচারকৃত অর্থের কিছু অংশ ফিরিয়ে আনা সম্ভব-অর্থ উপদেষ্টা পদযাত্রায় সংঘর্ষে শিক্ষার্থী-পুলিশ আহত ধর্ষকের শাস্তি জনসম্মুখে করাসহ ৬ দাবি ঈদের পর এনসিপির চূড়ান্ত রাজনৈতিক এজেন্ডা শ্রমিকদের ওপর হামলার বিচার ও বেতনের দাবি ঝিমিয়ে পড়েছে বিদেশী বাজেট সহায়তার প্রতিশ্রুত অর্থছাড় প্রক্রিয়া প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস-প্রাইভেট পড়ানো যাবে না ন্যায়বিচার-মানবাধিকার নিশ্চিতের আহ্বান চার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোট’ নিয়ে ভাবছে ইসি শেখ পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ট্রেনের যাত্রী জিম্মি উদ্ধারে গিয়ে ২০ সেনা নিহত ট্রেনে জঙ্গি হামলা জিম্মি ৫শ’ যাত্রী পল্লবী থানায় ঢুকে হামলা ওসিসহ আহত ৩ রাখাল রাহার ৪শ’ কোটি টাকা বাণিজ্যের তথ্য ভুয়া ব্যবসায়ী হত্যায় ৪ জনের যাবজ্জীবন ডিএফপি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি

সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০২:০২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০২:০২:৩৩ অপরাহ্ন
সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এর মধ্যে র‌্যালি, সমাবেশ, মানববন্ধন, সমাবেশ, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরের আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রতিপাদ্য ছিল- অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন- ফরিদপুর: নারী দিবস উপলক্ষে ফরিদপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদফতরের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়াসিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ হাসেম আলী, ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান, মহিলা অধিদফতরের উপ-পরিচালক মাশউদা হোসেন, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, এফডিএ’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম, রঙিন সুতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী সোনিয়া রহমান। অনুষ্ঠানের পরবর্তী পর্বে পাঁচটি ক্যাটাগরিতে ২শ ৮৪ জনকে মোট ২৬ লাখ ৩৯ হাজার ৭শ টাকার চেক দেওয়া হয়। এ সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে নারী দিবস উপলক্ষে একটি র‌্যালি ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। সুনামগঞ্জ: সুনামগঞ্জে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও মহিলাবিষয়ক অধিদফতরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ফের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সৈয়দপুর: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র?্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির আগে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী। উলিপুর: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’- এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জাতীয় মহিলা সংস্থা উলিপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার দেব শর্মা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। মান্দা: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। পাঁচবিবি: জয়পুরহাটের পাঁচবিবিতে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় পাঁচবিবি জয়পুরহাটের আয়োজনে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ তদন্ত ইমায়েদুল জায়েদী, অগ্রগামী নারী বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আখতার চৌধুরী, পামডোর নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার, নারী উদ্যোক্ত হিরা খাতুন, ছাত্র প্রতিনিধি আল আমিন ফকির, ফারজানা আক্তার প্রমুখ। সভার পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্তর প্রদর্ক্ষিণ করে। বোচাগ?ঞ্জ: ‘অ?ধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন?্যার উন্নয়ন’এই প্রতিপাদ?্য বিষয়?কে সাম?নে রে?খে দিনাজপু?রের বোচাগ?ঞ্জে আন্তর্জা?তিক না?রী দিবস উদযাপন করা হ?য়ে?ছে। গতকাল শ?নিবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপ?জেলা ম?হিলা বিষয়ক কর্মকর্তার কার্যাল?য়ের আয়োজ?নে পরিষদ মিলনায়তনে এই দিবসের শোভাযাত্রা শেষে আলোচনা সভায় মিলিত হয়। সহকারী কমিশনার (ভ’মি) মোঃ সাইফুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুন, বোচাগঞ্জ থানার সাব ইন্সপ্রেক্টর প্রদীপ চন্দ্র রায়, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসার, ইএসডিও প্রকল্প সমন্বয়কারী সিরাজুল সালেকীন, ব্র্যাকের উপজেলা ম্যানেজার এ.কে.এম আজাদ প্রমুখ। এসময় কমিউনিটি নেতৃত্বে বিশেষ অবদানের জন্য প্রতিমা রানী রায়কে ”সাহসিকা” সম্মাননা প্রদান করা হয়। কলমাকান্দা: “অধিকার, সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য স্লোগান‘কে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দায় ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার (৮ই মার্চ) সকাল ৯:৩০ মি: উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর উদ্যোগে ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহায়তায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মীরসরাই: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই স্লোগানে চট্টগ্রামের মীরসরাইয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মীরসরাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৮ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মীরসরাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সাঈদ মাহমুদ। সবাই উপজেলার বিভিন্ন প্রজেক্ট নারী উদ্যোক্তা ও সংগঠকরা অংশ নেন। আলোচনা সভায় নারী উদ্যোক্তা আসমা নূরী তার সংগ্রামী সফলতার গল্প শোনান। ভান্ডারিয়া: ’অধিকার , সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্ননয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ভান্ডারিয়ায় আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওহাব হাওলাদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা, জুনিয়ার প্রোগ্রামার লাভলী খাতুন, পরাগ নারী কল্যাণ সংস্থা সভানেত্রী সৈয়দ সাহানা ফরিদ প্রতিভা নারী উন্নয়ন সভানেত্রী সাবিকুন্নাহার হ্যাপি ও জেরিন খাতুন প্রমূখ। বক্ততার নারী প্রতি সহিংস বন্ধের দাবী জানান। মাগুরা: “অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে । শনিবার (৮মার্চ) সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা মহিলা বিয়ষক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্বাশতী শীল ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো: হাসিবুল হাসান। সাতক্ষীরা: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুল নাহারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, নির্বাহি ম্যাজিস্ট্রেট আরিফিন সিদ্দিকী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হারুন বিন হানিফ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স