ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে মেডেল ও ট্রফি হাতে পেল বাংলাদেশ

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩৩:০৯ অপরাহ্ন
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে মেডেল ও ট্রফি হাতে পেল বাংলাদেশ
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেই ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিল তারা। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে মেডেল ও ট্রফি গ্রহণ করেন দলের খেলোয়াড়রা।
ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো পদক জিতেছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে ফাইনালে উঠার লড়াইয়ে স্বাগতিক ইরানের কাছে হেরে যায় তারা। কাবাডির নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে হারা দুই দলকেই ব্রোঞ্জ পদক দেওয়া হয়। বাংলাদেশ ছাড়াও নেপাল ব্রোঞ্জ জয় করেছে।
এবারের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে স্বাগতিক ইরানকে ৩৩-২৫ পয়েন্টে হারিয়ে শিরোপা জয় করে তারা। স্বর্ণ পদক জিতেছে ভারত, আর রানার্সআপ হয়ে রৌপ্য পদক পেয়েছে ইরান।
বাংলাদেশ নারী কাবাডি দলের জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত। এর আগে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে কোনো পদক জিততে পারেনি তারা। দলের কোচ শাহনাজ পারভীন মালেকা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, "আমাদের প্রধান লক্ষ্য ছিল ব্রোঞ্জ জয় করা, সেটি আমরা অর্জন করতে পেরেছি। এটি বাংলাদেশের কাবাডির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।"
প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে ব্রোঞ্জ জয়কেই লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছিল বাংলাদেশ নারী কাবাডি দল। সেই লক্ষ্যে সফল হয়েছে তারা। টুর্নামেন্ট শেষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগসহ দলের সদস্যরা পদক ও ট্রফি হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এই অর্জন নারীদের খেলাধুলার অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতিচ্ছবি। ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা নিয়েই দেশে ফিরবে তারা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স